পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পদ্মনাভস্বামী মন্দির পরিচালনার অধিকার রাজপরিবারেরই : সুপ্রিম কোর্ট - কেরালার ট্রাভাঙ্কোর রাজপরিবার

আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিগত 9 বছর ধরে শীর্ষ আদালতে ঐতিহাসিক এই মন্দিরের প্রশাসন ও পরিচালনা সংক্রান্ত মামলা চলছিল । এই মামলায় 2011 সালের 31 জানুয়ারির কেরালা হাইকোর্টের রায়কে আজ স্থগিত করে দিল সুপ্রিম কোর্ট ।

Supreme Court
SC

By

Published : Jul 13, 2020, 8:20 PM IST

দিল্লি, 13 জুলাই : কেরালার ঐতিহাসিক শ্রী পদ্মনাভস্বামী মন্দির মামলায় ত্রিবাঙ্কুরের রাজপরিবারের অধিকার বহাল রাখল সুপ্রিম কোর্ট । 2011 সালের 31 জানুয়ারির কেরালা হাইকোর্টের রায়কে আজ স্থগিত করে শীর্ষ আদালত ৷ মন্দিরের পরিচালনা সংক্রান্ত নিয়ন্ত্রণ নিয়ে রাজ্য সরকারকে একটি ট্রাস্ট গঠন করতে বলা হয় ।

জানা গিয়েছে, আর্থিক অনিয়মের অভিযোগের ভিত্তিতে বিগত 9 বছর ধরে শীর্ষ আদালতে ঐতিহাসিক এই মন্দিরের প্রশাসন ও পরিচালনা সংক্রান্ত মামলা চলছে । গ্রানাইট দিয়ে তৈরি এক অসাধারণ স্থাপত্যের নিদর্শন এই মন্দিরটিকে ত্রিবাঙ্কুরের রয়্যাল হাউজ় 18 শতকে পুনর্নির্মাণ করে বর্তমানের রূপ দেয় ।

ভারত সরকারের অধীনে আসার আগে 1947 সালে দক্ষিণ কেরালা এবং তামিলনাড়ুর কিছু সংলগ্ন অঞ্চলে শাসন করত ত্রিবাঙ্কুরের এই রাজপরিবার । স্বাধীনতার পরও মন্দিরটি রাজপরিবারের দ্বারাই নিয়ন্ত্রিত একটি ট্রাস্টের দ্বারা পরিচালিত হতে থাকে । কথিত আছে, ভগবান পদ্মনাভ অর্থাৎ বিষ্ণু এই রাজপরিবারের পারিবারিক দেবতা ।

সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগত জানিয়ে রাজপরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, “এই রায় ভগবান শ্রী পদ্মনাভের সঙ্গে আমাদের পরিবারের যোগাযোগ পুনরায় প্রতিষ্ঠিত করে ।” মন্দির পরিচালনা হস্তান্তর করার বিষয়ে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রাজ্যের দেবস্বম মন্ত্রী কাদাকাপল্লি সুরেন্দ্রন । তিনি বলেন, “সুপ্রিম কোর্ট সরকার ও রাজপরিবারসহ সব পক্ষের যুক্তি শুনেই চূড়ান্ত রায় দিয়েছে ।”

অন্যদিকে এই মন্দির পরিচালন কমিটির এগজ়িকিউটিভ অফিসার ভি রিথিশন বলেন, “বর্তমান কমিটির মন্দির সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্তের ক্ষেত্রে স্বাধীনতার অভাব রয়েছে । তবে নতুন কমিটি বি ভোল্টগুলি খোলাসহ মন্দির সংক্রান্ত বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম ।”

ABOUT THE AUTHOR

...view details