দিল্লি , 29 সেপ্টেম্বর : জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে কোন ভিত্তিতে আর কতদিন গৃহবন্দী করে রাখা হবে ৷ এই বিষয়ে আজ কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷উল্লেখ্য , 2019 সালের 5 অগাস্ট 370 ধারা বিলোপ করে জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদাকে বিলোপ করা এবং রাজ্যটিকে দু’টিকে কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেওয়ার কয়েক ঘণ্টা আগে মুফতি সহ শতাধিক নেতাকে জন সুরক্ষা আইনের বলে গৃহবন্দী করা হয়েছিল । এখনও পর্যন্ত গৃহবন্দী অবস্থায় রয়েছেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ৷ এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর মেয়ে ইলতিজা মুফতি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়ে আবার 15 অক্টোবর মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
মেহবুবা মুফতির গৃহবন্দী দশা নিয়ে কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট - মেহবুবা মুফতির গৃহবন্দী দশা নিয়ে কেন্দ্রের কাছে জবাব
370 ধারা তুলে নেওয়ার পর থেকে প্রায় এক বছরের বেশি সময় ধরে গৃহবন্দী মেহবুবা মুফতি ৷ এর বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে তাঁর মেয়ে ইলতিজা মুফতি সুপ্রিম কোর্টে আবেদন জানান ৷ সেই আবেদনের ভিত্তিতে আজ কেন্দ্রের কাছে জবাব চাইল সুপ্রিম কোর্ট ৷ এই বিষয়ে আবার 15 অক্টোবর মামলা শুনানির দিন ধার্য করা হয়েছে ৷
সর্বাধিক সময়ের জন্য কীভাবে একজনকে এভাবে আটকে রাখা যায় সেই বিষয়ে কেন্দ্রকে জবাব দিতে বলে সুপ্রিম কোর্ট। মুফতির পক্ষে আইনজীবী আজ আদালতকে জানিয়েছে , তাঁকে তাঁর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হচ্ছে না ৷ যা আদালতও যথাযথ মনে করেনি এবং কেন্দ্রকে এই বিষয়ে জবাব দিতে বলেছে । মুফতি আবেদনে বিভিন্ন জায়গায় যেতে ও বাড়ির লোকের সঙ্গে দেখা করার জন্য আবেদন জানিয়েছিলেন ৷ যদিও সুপ্রিম কোর্ট তাকে দলীয় সভায় যোগ দেওয়ার অনুমতি দিতে অস্বীকার করে ৷ এবং এজন্য তাঁকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যেতে বলেছিলেন ।
370 ধারা তুলে নেওয়ার পর থেকে প্রায় এক বছরের বেশি সময় ধরে গৃহবন্দী মেহবুবা মুফতি ৷ চলতি বছরের মে মাসে তিন মাসের জন্য গৃহবন্দীর মেয়াদ বাড়ানো হয়েছিল ৷ এরপর জুলাই মাসে আরও তিন মাস মেয়াদ বাড়ানো হয় ৷ পাবলিক সেফটি বা জননিরাপত্তা সুরক্ষা আইনের (PSA) আওতায় তাঁর গৃহবন্দী থাকার মেয়াদ বাড়ানো হয়েছিল ৷ অন্যদিকে , ফারুখ ও ছেলে ওমর আবদুল্লাকে মার্চ মাসেই মুক্তি দেওয়া হয় ৷