দিল্লি, 24 নভেম্বর : মহারাষ্টের সরকার গঠন নিয়ে নাটক অব্যাহত । শনিবার ভোর রাতে রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের পর এক নাটকের যবনিকা পতন হয় । আর তারপর শুরু হয় দ্বিতীয় নাটক । মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর পদে দ্বিতীয়বারের জন্য দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি হবে আজ ।
মহারাষ্ট্রে সরকার গঠনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে 3 দল, আজ শুনানি - সুপ্রিমকোর্টে মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে মামলা
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে দ্বিতীয়বারের জন্য গতকাল দেবেন্দ্র ফড়নবিশকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি । তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে গতকাল সন্ধেয় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় শিবসেনা, NCP ও কংগ্রেস । সেই মামলারই শুনানি হবে আজ ।
কংগ্রেসের মুখপাত্র রণদীপ সিং সুরজেওয়ালা সাংবাদিকদের বলেন, "মহারাষ্ট্রে সরকার গঠন প্রক্রিয়ার শীঘ্র তদন্তের আবেদন জানিয়ে তিন রাজনৈতিক দল সুপ্রিম কোর্টে মামলা করে । রেজিস্ট্রি আমাদের জানিয়েছে রবিবার সকাল 11 টা 30 মিনিটে তিন রাজনৈতিক দলের সেই আবেদনের শুনানি হবে । আমরা অত্যন্ত আত্মবিশ্বাসী যে, আইন ও সংবিধানের মর্যাদা বজায়ের মাধ্যমে BJP তার জবাব পাবে । "
শুক্রবার রাত থেকে পরিস্থিতি যে নাটকীয় মোড় নিয়েছে তার পেছনে BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহর মস্তিষ্ক রয়েছে বলে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে । এখন BJP শিবিরের কোনও সমস্যায় চাণক্যের ভূমিকায় দেখা যাচ্ছে অমিত শাহকে । কর্নাটকের পর মহারাষ্ট্রেও শাহর মস্তিষ্ক যে কাজ করছে তা নিয়ে সন্দেহ নেই রাজনৈতিক ওয়াকিবহাল মহলের । আপাতত মহারাষ্ট্র তাকিয়ে সুপ্রিম কোর্টের দিকে । বিচারপতি এন ভি রামন, অশোক ভূষণ ও সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে আজ মামলাটির শুনানি হবে । এই মামলার ভিত্তিতে সুপ্রিম কোর্ট যদি কোনও পদক্ষেপ করে তাহলে ফের একবার মহারাষ্ট্রের রাজনীতিতে নতুন মোড় আসতে পারে ।