পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লি হিংসায় BJP নেতাদের বিরুদ্ধে মামলার শুনানি সুপ্রিম কোর্টে

দিল্লির হিংসায় রোজ গড়ে 10 করে প্রাণ হারাচ্ছেন বলে অভিযোগ তুলেছিলেন আইনজীবী কলিন গঞ্জালভেজ় ৷ বলেছিলেন, এই মামলার দ্রুত নিষ্পত্তি প্রয়োজন ৷

Supreme Court
সুপ্রিম কোর্ট

By

Published : Mar 4, 2020, 9:01 AM IST

দিল্লি, 4 মার্চ : বিদ্বেষমূলক মন্তব্য করার জন্য BJP নেতাদের বিরুদ্ধে হওয়া মামলার আজ শুনানি সুপ্রিম কোর্টে ৷ দিল্লি হাইকোর্টের বিচারপতি এস মুরলিধরের বদলির কারণে এই মামলা আটকে যায় ৷ পরিস্থিতির গুরুত্ব বিচার করে দ্রুত মামলার নিষ্পত্তি করার জন্য সুপ্রিম কোর্টে ওই মামলার শুনানি করার সিদ্ধান্ত নেন প্রধান বিচারপতি বোবদে ৷

বিগত এক সপ্তাহ ধরে রাজধানীতে CAA বিরোধী যে হিংসাত্মক প্রতিবাদ চলেছিল, তাতে প্রাণ হারিয়েছে কমপক্ষে 48 জন ৷ জখম হয়েছেন শতাধিক মানুষ ৷ সেই হিংসার ক্ষত এখনও রয়েছে ৷ হিংসার কবলে পড়া মানুষদের একাংশ BJP নেতাদের বিরুদ্ধে বিদ্বেষমূলক মন্তব্য ও হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগ তুলে দিল্লি হাই কোর্টের দ্বারস্থ হয়েছিলেন ৷

গত সপ্তাহেই দিল্লি হাই কোর্ট সংশ্লিষ্ট হিংসায় BJP নেতাদের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ার অভিযোগের রিপোর্ট চেয়েছিল পুলিশের কাছে ৷ চার সপ্তাহের মধ্যে কোর্টে সেই রিপোর্ট জমা দিতে বলা হয়েছিল ৷ আদালতের কাছে জমা দেওয়া ওই আবেদনে BJP নেতা কপিল মিশ্র, পারভেশ ভার্মা, অনুরাগ ঠাকুর ও অভয় ভার্মার বিরুদ্ধে FIR দায়ের করার দাবি জানানো হয়েছে ৷

আইনজীবী কলিন গঞ্জালভেজ় জানিয়েছেন, দিল্লি হিংসায় প্ররোচনা দেওয়ার অভিযোগে BJP নেতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবিতে আবেদন জমা দিয়েছিল আক্রান্তদের একাংশ ৷ কিন্তু বিচারপতি এস মুরলিধরের বদলি হয়ে যাওয়ার কারণে সেই মামলা এক মাসের জন্য আটকে যায় ৷ তিনি আরও বলেন, "এটির দ্রুত নিষ্পত্তি দরকার ৷ রোজ দিন গড়ে 10 জন করে মানুষ মারা যাচ্ছে ৷"

এরপর প্রধান বিচারপতি বোবদে জানতে চান এই দীর্ঘ বিরতির জন্য আদালত কোনও কারণ জানিয়েছেন কি না ৷ বলেন, "কোনও নির্দেশ ছাড়া আমরা কী বা করতে পারি, আমরাও চাই শান্তি ফিরুক ৷ কিন্তু আমাদেরও কিছু সীমাবদ্ধতা আছে ৷ বুধবার এই সংক্রান্ত বিষয়ে শুনানি হবে ৷ দেখা যাক, কী করা যেতে পারে ৷"

ABOUT THE AUTHOR

...view details