পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ভারতী ঘোষের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের - Bharti ghosh

পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষের গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট।

ফাইল ফোটো

By

Published : Feb 20, 2019, 4:14 AM IST

দিল্লি, ২০ ফেব্রুয়ারি : সুপ্রিম কোর্টে স্বস্তি পেলেন প্রাক্তন IPS অফিসার ভারতী ঘোষ। তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। মামলার পরবর্তী শুনানির আগে তাঁকে গ্রেপ্তার করা যাবে না। ভারতী ঘোষের বিরুদ্ধে কোনও কঠোর ব্যবস্থাও নিতে পারবে না রাজ্য সরকার। বিচারপতি এ কে সিকরি, বিচারপতি এস আবদুল এবং বিচারপতি এম আর সাহর বেঞ্চ গতকাল এই নির্দেশ দেয়।

এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল, ভারতী ঘোষের বিরুদ্ধে হওয়া ৭টি মামলার জন্য তাঁকে গ্রেপ্তার করা যাবে না। গতকাল আরও ৩ টি মামলায় সুপ্রিম কোর্ট তাঁর গ্রেপ্তারিতে স্থগিতাদেশ দিল।

গতকালের এই নির্দেশের পর বিচারপতিরা জানান, পরবর্তী শুনানি পর্যন্ত ভারতী ঘোষকে গ্রেপ্তার করা যাবে না। পরবর্তী শুনানি হবে ৩ সপ্তাহ পর।

রাজ্য সরকারের মামলাগুলিতে তাঁকে যাতে গ্রেপ্তার করা না হয়, সেজন্য সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন ভারতী ঘোষ। সরকারের পক্ষের আইনজীবী কপিল সিবল সুপ্রিম কোর্টে সেই আবেদনের বিরোধিতা করেন। তিনি বলেন, ভারতী ঘোষের বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ রয়েছে। সেই প্রমাণের ভিত্তিতে তাঁর অপরাধকে প্রতিষ্ঠা করা যাবে।

পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত ছিলেন। কিছুদিন আগে তিনি BJP-তে যোগ দিয়েছেন। রাজ্য সরকার তাঁর বিরুদ্ধে ১০টি মামলা রুজু করেছে। তিন সপ্তাহ পরে সুপ্রিম কোর্টে এই মামলাগুলির পরবর্তী শুনানি।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details