দিল্লি, 11 সেপ্টেম্বর : ওড়িশা, তেলাঙ্গানা, দিল্লি ও পশ্চিমবঙ্গকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট । এই চার রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে এখনও আয়ুষ্মান ভারত হেলথ স্কিম চালু হয়নি বলে পিটিশন জমা পড়েছিল সুপ্রিম কোর্টে । তারই প্রেক্ষিতে এবার নোটিস পাঠাল শীর্ষ আদালত ।
প্রধান বিচারপতি এস এ বোবদের নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ নোটিস পাঠায় দিল্লি, পশ্চিমবঙ্গ, ওড়িশা ও তেলাঙ্গানা সরকারকে । দুই সপ্তাহ পর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ।
আয়ুষ্মান ভারত হেলথ স্কিমের আওতায় 6400 কোটি টাকার স্বাস্থ্য পরিষেবা পাবেন দেশের প্রায় 50 কোটি মানুষ । এই স্কিমের আওতায় দরিদ্র মানুষের কোরোনা চিকিৎসা-সহ বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরিষেবা পাবেন । কিন্তু তেলাঙ্গানা, দিল্লি, পশ্চিমবঙ্গ ও ওড়িশায় এই স্কিম এখনও চালু হয়নি বলে পিটিশন জমা করেছিলেন পেরালা শেখর রাও নামের এক ব্যক্তি । মামলাকারীর পক্ষে আইনজীবী রয়েছেন হিতেন্দ্রনাথ রাথ ও শ্রবণ কুমার ।