পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রধান বিচারপতিকে ফাঁসাতে যৌন হেনস্থার অভিযোগ, প্রমাণ চাইল সুপ্রিম কোর্ট - যৌন হেনস্থার অভিযোগ

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফাঁসানোর জন্যই তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে। গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই দাবি করেন আইনজীবী উৎসব বেইন্স। এই নিয়ে তাঁর কাছে জবাব চাইল শীর্ষ আদালত।

সুপ্রিম কোর্ট

By

Published : Apr 23, 2019, 1:59 PM IST

দিল্লি, 23 এপ্রিল: সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে ফাঁসানোর জন্য তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তোলা হয়েছে । গতকাল সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে এই দাবি করেন আইনজীবী উৎসব বেইন্স । আজ সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ আইনজীবী উৎসব বেইন্সের কাছে এই নিয়ে প্রমাণ চাইল । আগামীকাল তাঁকে সুপ্রিম কোর্টে উপস্থিত হতে বলা হয়েছে ।

বিচারপতি অরুণ মিশ্র, বিচারপতি রোহিনটন ফলি নরিম্যান ও বিচারপতি দীপক গুপ্তার বেঞ্চ আজ নোটিস ইশু করেছে । নোটিসে বেইন্সকে জানানো হয়েছে, এই বিষয়ে আগামীকাল শুনানি হবে । তিন বিচারপতির বেঞ্চের তরফে আইনজীবী উৎসব বেইন্সকে কোর্টে উপস্থিত থাকতে বলা হয়েছে । সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট এই বেঞ্চেই প্রধান বিচারপতি গগৈয়ের বিরুদ্ধে আনা যৌন হেনস্থা সংক্রান্ত মামলার শুনানি চলছে । প্রধান বিচারপতি রঞ্জন গগৈয়ের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছেন সুপ্রিম কোর্টেরই এক বহিষ্কৃত মহিলা কর্মী ।

প্রধান বিচারপতি যাতে পদত্যাগ করতে বাধ্য হন তাই তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেই এই যৌন হেনস্থার অভিযোগ আনা হয়েছে । আইনজীবী উৎসব বেইন্স গতকাল সুপ্রিম কোর্টে এই মর্মে একটি হলফনামা দাখিল করেন । তাঁর দাবি, এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি তাঁকে ওই অভিযোগকারী মহিলার হয়ে মামলা লড়ার জন্য প্রথমে 50 লাখ টাকা অফার করেন । কিন্তু মহিলার বক্তব্যে বেশ কিছু অসামঞ্জস্য থাকায় তিনি মামলাটি লড়তে চাননি । আর তিনি মামলা থেকে সরে দাঁড়ালে ওই ব্যক্তি তাঁকে মামলা লড়ার জন্য দেড় কোটি টাকা পর্যন্ত দিতে রাজি হয়ে যান ।

আইনজীবী উৎসব বেইন্স তাঁর হলফনামায় জানান, তদন্ত করে তিনি জানতে পেরেছেন রমেশ শর্মা নামে এক ব্যক্তি বেশ কিছু বছর ধরে টাকার বিনিময়ে একটি র‌্যাকেট চালাচ্ছেন । অনেক প্রভাবশালী ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্বদের আইনের হাত থেকে বাঁচাতেই অর্থের বিনিময়ে এই র‌্যাকেট চালাতেন তিনি । কিন্তু রঞ্জন গগৈ শেষমেশ এই র‌্যাকেটের পর্দা ফাঁস করেন । তিনি প্রধান বিচারপতির পদে আসীন হওয়ার পরই তাঁদের বিরুদ্ধে পদক্ষেপ করেন । তাই প্রধান বিচারপতিকে পদত্যাগ করতে বাধ্য করতেই তাঁর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে । সেইসঙ্গে তিনি হলফনামায় উল্লেখ করেন, "এটা সেই সব বিচারকের জন্য এক প্রকার হুমকি যাঁরা বিত্তশালী ও ক্ষমতাশালী ব্যক্তিদের বিরুদ্ধে নির্ভয়ে স্বাধীনভাবে রায় দেন । "

প্রধান বিচারপতির বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থা সংক্রান্ত অভিযোগ নিয়ে অনলাইনে মিডিয়ার রিপোর্ট নিয়ে শনিবার সুপ্রিম কোর্টের একটি বিশেষ বেঞ্চে আলোচনা করা হয় । সংশ্লিষ্ট বেঞ্চে বলা হয়, "বিচার ব্যবস্থার স্বাধীনতা আজ চরম হুমকির মুখে এবং বৃহত্তর ষড়যন্ত্র বিচার ব্যবস্থাকে অস্থিতিশীল করে তুলেছে । "

ABOUT THE AUTHOR

...view details