পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মিডিয়া ট্রাইবুনাল গঠনের দাবি, কেন্দ্রের প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট - মিডিয়া ট্রাইব্যুনাল

সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণের জন্য ট্রাইবুনাল আনার দাবিতে যে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, তার প্রেক্ষিতে কেন্দ্রীয় সরকার, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া ও নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট।

SC seeks Centre's reply on PIL seeking setting up of media tribunal
মিডিয়া ট্রাইব্যুনাল গঠনের দাবি, কেন্দ্রের প্রতিক্রিয়া চাইল সুপ্রিম কোর্ট

By

Published : Jan 25, 2021, 3:46 PM IST

দিল্লি, 25 জানুয়ারি :সংবাদমাধ্যম ও নেটওয়ার্কের বিরুদ্ধে আসা অভিযোগের বিচারের জন্য ট্রাইবুনাল গঠনের আবেদন জানিয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার সেই মামলায় কেন্দ্রীয় সরকার, প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া (PCI) ও নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন (NBA)-এর প্রতিক্রিয়া চাইল শীর্ষ আদালত।

জনস্বার্থ মামলায় আবেদন করা হয়েছে যে, মিডিয়ার নির্দেশিকা সম্পর্কে আইনি কাঠামো তৈরি করার বিষয়টি পর্যালোচনার জন্য একটি কমিটি তৈরি করা হোক। সেই কমিটির নেতৃত্বে প্রাক্তন কোনও প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের কোনও বিচারপতিকে রাখার জন্য আবেদন করা হয়েছে। সোমবার ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে এই মামলাটির শুনানি হয় প্রধান বিচারপতি এসএ বোবদে, বিচারপতি এএস বোপান্না ও ভি রামাসুব্রহ্মণ্যমের বেঞ্চে।

আরও পড়ুন: রাজ্যে অবাধ নির্বাচন সুনিশ্চিত করার মামলা গৃহীত হল না সুপ্রিম কোর্টে

এই মামলায় কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক, PCI ও NBA-এর পাশাপাশি নিউজ ব্রডকাস্টার ফেডারেশন (NBF) ও নিউজ ব্রডকাস্টিং স্ট্যান্ডার্ডস অথরিটি (NBSA)-কেও নোটিস পাঠিয়েছে সুপ্রিম কোর্ট। চিত্র পরিচালক নীলেশ নবলাখা ও সিভিল ইঞ্জিনিয়ার নীতিন মেমান এই জনস্বার্থ মামলা দায়ের করেছেন। পিটিশনে বলা হয়েছে, বিশেষত বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করা অবিলম্বে প্রয়োজন।

ABOUT THE AUTHOR

...view details