পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রাণভিক্ষার আবেদন খারিজকে চ্যালেঞ্জ নির্ভয়া অপরাধীর, নাকচ সুপ্রিম কোর্টে - Supreme Court

1 ফেব্রুয়ারি নির্ভয়ার দোষীদের ফাঁসির দিন ধার্য হয়েছে ৷ রাষ্ট্রপতি প্রাণভিক্ষার আবেদন খারিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ আজ সুপ্রিম কোর্ট সেই আবেদন খারিজ করল ৷

Nirbhaya
ফাইল ছবি

By

Published : Jan 29, 2020, 10:51 AM IST

দিল্লি, 29 জানুয়ারি : রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার আবেদন খারিজ করাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল নির্ভয়ার অন্যতম দোষী মুকেশ সিং ৷ সুপ্রিম কোর্ট আজ খারিজ করল সেই আবেদন ৷

বিচারপতি আর ভানুমতীর নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চে গতকালই শুনানি হয় এই মামলার ৷ আজ বেলা সাড়ে 10 টায় এই মামলার রায় জানাল সুপ্রিম কোর্ট ৷

25 জানুয়ারি প্রাণভিক্ষার আবেদন খারিজ হওয়াকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গেছিল মুকেশ ৷ 27 জানুয়ারি প্রধান বিচারপতি এস এ বোবদে সেই চ্যালেঞ্জের প্রেক্ষিতে বলেছিলেন, "যদি 1 ফেব্রুয়ারি কারও ফাঁসি হয়, তবে তার বিষয়টি সবার আগে গুরুত্ব দিয়ে দেখতে হবে ৷"

আরও পড়ুন : ''অপরাধীদের ক্ষমা করুন,'' আইনজীবীর এই আবেদনের তীব্র নিন্দা নির্ভয়ার মায়ের

এর আগে দুই অপরাধীর কিউরেটিভ পিটিশনের আর্জি খারিজ করা হয়েছিল ৷ 22 জানুয়ারি ফাঁসির দিন ধার্য হয়েছিল ৷ কিন্তু শেষ মুহুর্তে মুকেশের প্রাণভিক্ষার আবেদনের কারণে পিছিয়ে যায় ফাঁসির দিন ৷ এরপর রাষ্ট্রপতির প্রাণভিক্ষার আবেদন খারিজ করলে নতুন করে 1 ফেব্রুয়ারি ফাঁসির দিন ঠিক করা হয় ৷

এদিকে নির্ভয়ার দোষীদের মৃত্যুদণ্ড বার বার পিছিয়ে যাওয়া নিয়ে ক্ষোভপ্রকাশ করেছেন নির্ভয়ার মা । 1 ফেব্রুয়ারি ফাঁসির কথা শুনে তিনি সরব হয়েছেন বিচার ব্যবস্থার দীর্ঘসূত্রিতার বিরুদ্ধে । আঙুল তুলেছেন সরকার ও সংশোধনাগার কর্তৃপক্ষের উদাসীনতার প্রতি ।

ABOUT THE AUTHOR

...view details