পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

অভাবী আইনজীবীদের সাহায্যের প্রাথমিক দায়িত্ব বার অ্যাসোসিয়েশনের : সুপ্রিম কোর্ট - সুপ্রিম কোর্ট

বিগত সাত মাস ধরে সে ভাবে কোনও রোজগার হয়নি । যা টাকা ছিল তা দিয়েই কোনও মতে চলেছে । কিন্তু বর্তমানে আর সেই পরিস্থিতিও নেই। এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন আইনজীবীরা ।

Supreme court
Supreme court

By

Published : Sep 29, 2020, 12:48 AM IST

দিল্লি, 28 সেপ্টেম্বর : কোরোনা পরিস্থিতিতে দেশের আইনজীবীদের আর্থিক সমস্যা সংক্রান্ত বিষয়ে দায়ের হওয়া মামলা স্থগিত শীর্ষ আদালতে । অভাবী আইনজীবীদের জন্য ফান্ডের বিষয়ে এদিন হাইকোর্টগুলোর বার অ্যাসোসিয়েশনের কাছে জানতে চায় সুপ্রিম কোর্ট । এর জন্য 2 সপ্তাহের সময়সীমা বেঁধে দিয়েছে শীর্ষ আদালত ।

এদিন প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, " অভাবী আইনজীবীদের জন্য কেন বার অ্যাসোসিয়েশন ফান্ড তৈরি করছে না । আইনজীবীদের সাহায্য করা বার অ্যাসোসিয়েশনের প্রাথমিক দায়িত্ব । " যে সমস্ত আইনজীবীর টাকার দরকার তাঁদের চিহ্নিত করে সামর্থ্য মতো সাহায্য করার কথাও বলেন প্রধান বিচারপতি ।

উল্লেখ্য, কোরোনা সংক্রমণের জেরে দেশের বিচার ব্যবস্থাতেও বেশ কিছু পরিবর্তন হয়েছে । কেবলমাত্র জরুরি মামলাগুলোর শুনানি হচ্ছে । তাও ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমে চলছে শুনানি । মার্চের শেষ সপ্তাহ থেকে এমনি পরিস্থিতি চলছে । যার ফলে সমস্যায় পড়েছেন বেশ কিছু আইনজীবী । তাঁদের দাবি, বিগত সাত মাস ধরে সে ভাবে কোনও রোজগার হয়নি । যা টাকা ছিল তা দিয়েই কোনও মতে চলেছে । কিন্তু বর্তমানে আর সেই পরিস্থিতিও নেই। এই মর্মে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details