দিল্লি, 9 মে : লকডাউনে সব কর্মচারীকে পূর্ণ বেতন প্রদানের সরকারি বিজ্ঞপ্তি যেন রদ করা হয়। এই সংক্রান্ত আবেদনে সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করে রাজস্থানের একটি সংস্থা । এবার সেই মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করল শীর্ষ আদালত ।
পূর্ণ বেতন প্রদানের সরকারি বিজ্ঞপ্তি রদের মামলায় কেন্দ্রকে নোটিস সুপ্রিম কোর্টের - কেন্দ্রীয় সরকারকে নোটিশ জারি করেছে শীর্ষ আদালত
বিচারপতি অশোক ভূষণ, এস কে কৌল এবং বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয় । সংশ্লিষ্ট মামলায় কেন্দ্রীয় সরকারকে নোটিস জারি করেছে শীর্ষ আদালত ।
রাজস্থানের এই সংস্থা শ্রম ও কর্মসংস্থান মন্ত্রক কর্তৃক জারি করা 20 মার্চের একটি উপদেশনামা ও স্বরাষ্ট্রমন্ত্রক কর্তৃক জারি করা 29 মার্চের এক নির্দেশিকাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করে । গতকাল বিচারপতি অশোক ভূষণ, এস কে কৌল এবং বি আর গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে মামলাটির শুনানি হয় । শুনানি চলাকালীন সংস্থার তরফে আইনজীবী জিতেন্দ্র গুপ্ত বলেন, এই উপদেশনামা ও নির্দেশিকা ভারতীয় সংবিধানের 14 এবং 19 (1) (G) অনুচ্ছেদকে লঙ্ঘন করে । তাঁর দাবি, স্বরাষ্ট্রমন্ত্রকের এই নির্দেশিকায় যেন সংশোধন আনা হয় ।
রাজস্থানের এই সংস্থাটির সঙ্গে একই আবেদন করে হরিয়ানার 11 টি MSME সংস্থা । শীর্ষ আদালত রাজস্থানের এই সংস্থাটির মামলার শুনানিতেই বাকিদের কথাও উল্লেখ করে । মামলাটির পরবর্তী শুনানি 15 মে ।