পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

হাথরসের যুবতির পরিবার ও সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে জানতে চাইল সুপ্রিম কোর্ট - SC to UP government in Hathras case

যুবতির পরিবার ও মামলায় সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উত্তরপ্রদেশ পুলিশের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট । 8 অক্টোবর (বৃহস্পতিবার)-এর মধ্যে এই সংক্রান্ত জবাব চেয়েছে শীর্ষ আদালত ।

Hathras rape case
সুপ্রিম কোর্ট

By

Published : Oct 6, 2020, 3:17 PM IST

দিল্লি, 6 অক্টোবর : হাথরসের ঘটনায় দেশজুড়ে প্রতিবাদের ঝড় উঠেছে । এক দলিত যুবতিকে গণধর্ষণের অভিযোগ উঠেছে উঁচুজাতের চার ব্যক্তির বিরুদ্ধে । এই পরিস্থিতিতে যুবতির পরিবার ও মামলায় সাক্ষীদের নিরাপত্তার বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা উত্তরপ্রদেশ পুলিশের কাছে জানতে চাইল সুপ্রিম কোর্ট । 8 অক্টোবর (বৃহস্পতিবার)-এর মধ্যে এই সংক্রান্ত জবাব চেয়েছে শীর্ষ আদালত । যুবতির পরিবারের পক্ষে মামলা লড়ার জন্য আইনজীবীর ব্যবস্থা হয়েছে কি না তাও জানতে চায় আদালত ।

সমাজকর্মী সত্যমা দুবে মামলার তদন্তভার CBI বা বিশেষ তদন্তকারী দল (SIT)-র হাতে তুলে দেওয়ার জন্য আদালতে পিটিশন জমা দিয়েছিলেন । ঘটনার তদন্তে উত্তরপ্রদেশ পুলিশের যে গাফিলতির ছবি সামনে এসেছে, তা তুলে ধরে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয়েছে পিটিশনে । প্রসঙ্গত, যুবতির মৃত্যুর পর তাঁর দেহ হাসপাতাল থেকে সোজা নিয়ে যাওয়া হয়েছিল অন্তিমক্রিয়ার জন্য । পরিবারের হাতে তুলে দেওয়া হয়নি দেহ । গভীর রাতে প্রায় আড়াইটা নাগাদ দেহ সৎকার করে দেয় পুলিশ ।

আরও পড়ুন : হাথরসে ফরেনসিক রিপোর্টে ধর্ষণের প্রমাণ মেলেনি, 11 দিন পর নমুনা পরীক্ষা নিয়ে প্রশ্ন

শীর্ষ আদালত জানতে চায়, পিটিশন কেন এলাহাবাদ হাইকোর্টে জমা করা হয়নি । তার উত্তরে আইনজীবী কৃতি সিং জানান, মামলাটি এলাহাবাদ হাইকোর্টে জমা পড়ে আছে এবং তাঁরা মামলাটি সুপ্রিম কোর্টে স্থানান্তরিত করতে চান । এর উত্তরে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদে বলেন, "মামলাটির এলাহাবাদ হাইকোর্টে শুনানি চলছে । হাইকোর্টের পর্যবেক্ষণ কী তা আমরা দেখতে পারি । যদি হাইকোর্টে কোনও ভুল হয়, তবে আমরা আছি ।" পাশাপাশি, ঘটনার স্বচ্ছ তদন্তেরও আশ্বাস দেন তিনি ।

ABOUT THE AUTHOR

...view details