পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

দিল্লিতে রেল ট্র্যাকের 140 কিমি পর্যন্ত বস্তি সরিয়ে ফেলার নির্দেশ শীর্ষ আদালতের - সুপ্রিম কোর্ট

তিন মাসের মধ্যে ধীরে ধীরে বস্তি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে তিন বিচারপতির বেঞ্চ ।

রেল
রেল

By

Published : Sep 3, 2020, 7:02 PM IST

দিল্লি, 3 সেপ্টেম্বর : দিল্লিতে রেল ট্র্যাকের 140 কিমি পর্যন্ত রাখা যাবে না কোনও বস্তি । এর ফলে 48 হাজার বস্তি আগামী তিন মাসের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশ দিল শীর্ষ আদালত । আদালতের কড়া নির্দেশ, এই বস্তি সরানোর কাজে কোনওরকমভাবেই যেমন কোনও রাজনৈতিক দল নাক না গলায় । আদালত, এও জানিয়েছে, বস্তি সরানোর কাজ ধাপে ধপে করা হবে ।

এক্ষেত্রে সমস্ত আদালতকে শীর্য আদালত নির্দেশ দিয়েছে এই বস্তি সরানোর কাজে কোনওভাবেই স্থগিতাদেশ দেওয়া যাবে না । যদি, অন্তর্বতীকালীন কোনও নির্দেশিকা জারি করা হয়, তাহলে সেক্ষেত্রে তা কার্যকর হবে না ।

বিচারপতি অরুণ মিশ্র, বি আর গাভাই ও বিচারপতি কৃষ্ণ মুরারীর বেঞ্চ নির্দেশ দিয়ে জানিয়েছে, বস্তি সরে যাওয়ার পর নোংরা পরিষ্কার হল কি না তা নিয়ে এনভায়রনমেন্ট পলিউশন অথরিটি পদক্ষেপ করবে এবং একমাসের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্ট জমা দেবে । এই তিন বিচারপতির বেঞ্চ আরও জানায়, দিল্লি সরকার, রেলওয়েস, মিউনিসিপ্যাল করপোরেশন, তিন অংশীদারকেই বিষয়টি জানানো হয়েছে । তাদের বলা হয়েছে প্রয়োজনীয় পরিকল্পনা করে তিন মাসের মধ্যে ধীরে ধীরে অধীকৃত জমি থেকে বস্তি সরিয়ে ফেলতে । রেলের এই সেফটি জ়োন পরিষ্কার করে ফেলার নির্দেশও দিয়েছেন তাঁরা ।

ABOUT THE AUTHOR

...view details