দিল্লি, 8 সেপ্টেম্বর : যমুনোত্রী-গঙ্গোত্রী-বদ্রীনাথ-কেদারনাথ । এই চারধাম সংযোগকারী রাস্তা তৈরির কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গেছে । কাজ এগিয়েছেও অনেকটা । কিন্তু এই রাস্তা আরও চওড়া করার অনুমতি চেয়ে সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেছিল কেন্দ্রীয় সরকার । কিন্তু কেন্দ্রের সেই আবেদন আজ নাকচ করে দিল শীর্ষ আদালত । 2018 সালে সড়ক পরিবহন মন্ত্রকের থেকে চারধাম সংযোগকারী সড়কের জন্য যে নির্দেশিকা জারি করা হয়েছিল তাতে বলা হয়েছে সাড়ে পাঁচ মিটার চওড়া পিচের রাস্তা তৈরির কথা । সেই নির্দেশিকা মেনেই কাজ করার নির্দেশ দিল সুপ্রিম কোর্ট ।
2018 সালের ওই নির্দেশিকা অনুযায়ী, পাহাড়ি এলাকার রাস্তা সাড়ে পাঁচ মিটার চওড়া হওয়া দরকার । কিন্তু কেন্দ্র এখন ওই রাস্তাটি সাত মিটার চওড়া করতে চাইছে । সুপ্রিম কোর্ট কেন্দ্রের আবেদনের প্রেক্ষিতে জানিয়েছে, যেহেতু আগের নির্দেশিকাটি কেন্দ্রই জারি করেছে তাই কেন্দ্র এই নির্দেশিকা অবমাননা করতে পারে না ।
আরও পড়ুন :সতর্কতা মেনে খোলা হল কেদারনাথ মন্দিরের দরজা