দিল্লি, 2 জুন : আজ সর্বোচ্চ আদালতে ইন্ডিয়া থেকে নাম বদলে ‘‘ভারত’’ নামকরণের শুনানি হওয়ার কথা ছিল ৷ কিন্তু প্রধান বিচারপতি এসএ বোবদে ছুটিতে থাকায় শুনানি মুলতবি করা হয় ৷ তবে শুনানি কবে হবে তা নিয়ে আর কোনও তারিখ দেয়নি ।
দেশের নাম পরিবর্তন নিয়ে আবেদনের শুনানি পিছল সুপ্রিম কোর্টে - ভারত নামকরণের শুনানি
প্রধান বিচারপতি এস এ বোবদে আজ ছুটিতে ছিলেন ৷ তাই পরবর্তী শুনানির তারিখ নিশ্চিত না হয়েই ভারতের নাম পরিবর্তন আবেদনের শুনানি পিছিয়েছে শীর্ষ আদালত ৷
দিল্লি অধিবাসী এক ব্যক্তি দেশের নাম পরিবর্তনের জন্য আবেদন দায়ের করেন ৷ তাতে সংবিধানের প্রথম অনুচ্ছেদ সংশোধনের জন্য সরকারকে পদক্ষেপ করতে আবেদন করেন ৷ তিনি চান ইন্ডিয়া নামের পরিবর্তে ভারত কিংবা হিন্দুস্তান হোক ৷ এতে দেশের নাগরিকদের ঔপনিবেশিক অতীত কাটিয়ে উঠতে সাহায্য করবে ৷
এই আবেদনের ওই ব্যক্তি দাবি করেন, ইন্ডিয়া নাম অপসারণ প্রতীকী ঠেকলেও নাগরিকদের বিশেষ করে আগামী প্রজন্মকে নিজেদের জাতীয়তাবাদে গর্বিত করবে৷ আমাদের স্বাধীনতা সংগ্রামীদের লড়াই করে আনা স্বাধীন দেশের ন্যায্য সম্মান দেওয়া হবে ৷