পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রতিবাদে যেন বাকিদের অধিকার খর্ব না হয়, শাহিনবাগে বললেন মধ্যস্থতাকারীরা - Supreme Court

আন্দোলনের জন্য প্রায় দুই মাস ধরে বন্ধ রয়েছে শাহিনবাগ চত্বর । সেই ইশুতেই আন্দোলনকারীদের উদ্দেশে আজ মধ্যস্থতাকারীরা বলেন, আপনাদের যেমন প্রতিবাদের অধিকার রয়েছে । বাকিদেরও তেমন নিজেদের অধিকার রয়েছে । আপনাদের জন্য যেন তাঁদের অধিকার খর্ব না হয় ।

Shaheen Bagh
ছবি সৌজন্যে ANI

By

Published : Feb 19, 2020, 7:41 PM IST

দিল্লি, 19 ফেব্রুয়ারি : একসঙ্গে বসে সমস্যার সমাধান করা যেতে পারে ৷ শাহিনবাগে চত্বরে গিয়ে আন্দোলনকারীদের কাছে এই বার্তাই দিলেন সুপ্রিম কোর্ট দ্বারা নিয়োজিত মধ্যস্থতাকারীরা ৷

শাহিনবাগ ইশুতে মধ্যস্থতা করার জন্য আইনজীবী সঞ্জয় হেগড়ে ও আইনজীবী সাধনা রামচন্দ্রনকে নিয়োগ করেছে সুপ্রিম কোর্ট ৷ সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আন্দোলনকারী মহিলাদের সঙ্গে কথা বলতে আজই শাহিনবাগ চত্বরে যান তাঁরা ৷ শাহিনবাগের আন্দোলনকারীদের উদ্দেশে আইনজীবী সাধনা রামচন্দ্রন বলেন, "আমরা সকলে মিলে এমন একটা সমাধান বের করব, যা গোটা দুনিয়ার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে ৷"

মধ্যস্থতা করার আলোচনায় সায় জানিয়েছেন শাহিনবাগ চত্বরের আন্দোলনকারীরাও । রফাসূত্রে আসার এই আলোচনা থেকে সংবাদমাধ্যমকে দূরে রাখতে চেয়েছিলেন আইনজীবীরা । তবে আইনজীবীদের সেই কথায় সায় দেয়নি শাহিনবাগ । আলোচনা যা হবে, তা সাংবাদিকদের সামনেই হবে বলে আজ জানিয়ে দিয়েছেন শাহিনবাগের আন্দোলনাকারীরা ।

প্রায় দুই মাসেরও বেশি সময় ধরে নাগরিকত্ব সংশোধনী আইন ও জাতীয় নাগরিকপঞ্জির প্রতিবাদে আন্দোলনকারীরা অবস্থান করছে দিল্লির শাহিনবাগ চত্বরে । এই টানা দুই মাস ধরে বন্ধ হয়ে রয়েছে ওই রাস্তা । তাঁদের প্রতিবাদ করার অধিকার যেন বাকিদের সড়ক ও অন্যান্য পরিষেবা ব্যবহার করার অধিকার থেকে বঞ্চিত না করে । আজ শাহিনবাগে এসে প্রতিবাদকারীদের উদ্দেশে এই বার্তাই দিলেন সুপ্রিম কোর্টের নিয়োগ করা আইনজীবীরা ।

আইনজীবী রামচন্দ্রন বলেন, "সুপ্রিম কোর্ট জানিয়েছে আপনাদের প্রতিবাদ করার অধিকার রয়েছে । সুপ্রিম কোর্টে CAA-কে চ্যালেঞ্জও করা হয়েছে । কিন্তু আমাদের মতো বাকিদেরও অধিকার রয়েছে । তাঁদের সড়ক ব্যবহারের অধিকার রয়েছে । তাঁদের দোকানপাট খোলার অধিকার রয়েছে । পড়ুয়াদের স্কুলে যাওয়ার অধিকার রয়েছে । আপনাদের প্রতিবাদের অধিকার যেন এইসব অধিকারগুলিকে খর্ব না করে ।"

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আইনজীবী সঞ্জয় হেগড়ে বলেন, "আমরা সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে এখানে এসেছি । আমরা আশা করছি সকলের সঙ্গে কথা বলে, সকলের সহযোগিতায় আমরা একটা সমাধানসূত্র বের করতে পারব ।"

ABOUT THE AUTHOR

...view details