মুম্বই, 9 সেপ্টেম্বর : প্রান্তিক ব্যয় ভিত্তিক ঋণের হার (MCLR) কমানোর সিদ্ধান্ত নিল দেশের বৃহত্তম ব্যাঙ্ক SBI । 8.25 থেকে কমিয়ে এই ঋণের হার 8.15 শতাংশ করার কথা আজ জানাল রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি । ভারতীয় রিজ়ার্ভ ব্যাঙ্কের রেপো রেট 1.1 শতাংশ কমানোর পরেই এই সিদ্ধান্ত নিল SBI । SBI জানিয়েছে, 10 সেপ্টেম্বর থেকেই নতুন এই সুদের হার কার্যকরী করা হবে । এর ফলে কম সুদে গৃহঋণের আবেদন করতে পারবেন ব্যাঙ্কের গ্রাহকরা ।
প্রসঙ্গত গত মাসেই MCLR কমিয়ে 8.25 শতাংশ করেছিল ব্যাঙ্কটি । চলতি আর্থিক বছরে এই নিয়ে পঞ্চমবার MCLR কমেলো SBI । এই মূল সুদের হারটির উপরেই নির্ভর করে বাণিজ্যিক ব্যাঙ্কগুলিকে স্বল্পমেয়াদী তহবিলে ঋণ দেওয়া হয়ে থাকে