দিল্লি, 12 মে : বয়স শুধু সংখ্যাই। পশ্চিম দিল্লির বচন সিং-এর কাছে অন্তত তাই। তাঁর বয়স 111। আজ সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন পশ্চিম দিল্লি কেন্দ্রের 28 নম্বর সন্তগড় বুথে । তিনিই দিল্লির প্রবীণতম ভোটার । দিল্লির ইউথ ডমিনেটিং সোসাইটির এক ব্যতিক্রমী মুখ বচন সিং। তিনি জীবন্ত ইতিহাস। 1951 সাল থেকে ভোট দিচ্ছেন। এখনও পর্যন্ত একবারও ভোটদানে ছেদ পড়েনি ।
1908 সালে জন্ম বচন সিংয়ের। জালিয়ানওয়ালানা বাগের হত্যাকাণ্ড , রাওলাট আইন, জিওআই আইন 1919 ও 1935 এর সাক্ষী তিনি। দুটি বিশ্বযুদ্ধের বিভীষিকাও দেখেছেন বচন সিং। 1930 এর দশকে স্বাধীনতার দাবিতে উত্তাল ভারতের সাক্ষী থেকেছেন। ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের আগুনে যৌবন কাটিয়েছেন।