পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

পশ্চিম দিল্লিতে ভোট দিলেন 111 বছরের বচন সিং - bachan sing

পশ্চিম দিল্লি কেন্দ্রের SDMC নিগম প্রতিভা কো-এড প্রাইমারি স্কুলের 28 নম্বর সন্তগড় বুথে ভোট দিলেন 111 বছর বয়সি বচন সিং। তিনিই দিল্লির প্রবীণতম ভোটার ।

দিল্লির প্রবীণতম ভোটার বচন সিং

By

Published : May 12, 2019, 3:14 PM IST

দিল্লি, 12 মে : বয়স শুধু সংখ্যাই। পশ্চিম দিল্লির বচন সিং-এর কাছে অন্তত তাই। তাঁর বয়স 111। আজ সকাল সকাল নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করলেন পশ্চিম দিল্লি কেন্দ্রের 28 নম্বর সন্তগড় বুথে । তিনিই দিল্লির প্রবীণতম ভোটার । দিল্লির ইউথ ডমিনেটিং সোসাইটির এক ব্যতিক্রমী মুখ বচন সিং। তিনি জীবন্ত ইতিহাস। 1951 সাল থেকে ভোট দিচ্ছেন। এখনও পর্যন্ত একবারও ভোটদানে ছেদ পড়েনি ।

1908 সালে জন্ম বচন সিংয়ের। জালিয়ানওয়ালানা বাগের হত্যাকাণ্ড , রাওলাট আইন, জিওআই আইন 1919 ও 1935 এর সাক্ষী তিনি। দুটি বিশ্বযুদ্ধের বিভীষিকাও দেখেছেন বচন সিং। 1930 এর দশকে স্বাধীনতার দাবিতে উত্তাল ভারতের সাক্ষী থেকেছেন। ইংরেজদের বিরুদ্ধে ভারত ছাড়ো আন্দোলনের আগুনে যৌবন কাটিয়েছেন।

1947-এর 15 অগাস্টের মায়াবী ভোরে স্বপ্ন দেখেছিলেন এক নতুন ভারতের। তার পর একে একে সাক্ষী থেকেছেন নানা উল্লেখযোগ্য ঘটনার। মহাত্মা গান্ধির হত্যা, জরুরি অবস্থা, অপারেশন ব্লুস্টার ও তার পরবর্তী শিখ দাঙ্গার কালো স্মৃতি আজও তাজা বচন সিংয়ের মনে।

একটা সময় নতুন ভারতের স্বপ্ন নিয়ে ভোট দিতেন, তার পর একে একে কেটে গেছে 7 টি দশক। এখন ভোট দিতে যান সচেতনতা বাড়াতে। নবীন প্রজন্মকে দায়িত্ব শেখাতেই ভোটের দিন সকাল সকাল বুথে চলে আসেন। তিনি চান দেশের স্বার্থে ভোট দেওয়াটা যে সবচেয়ে বড় কর্তব্য, তা দেশের মানুষ উপলব্ধি করুক।

ABOUT THE AUTHOR

...view details