পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Mar 23, 2020, 11:34 AM IST

ETV Bharat / bharat

লকডাউন না মানলে আইনি ব্যবস্থা : কেন্দ্র

ভারতে কোরোনা ভাইরাস নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার রাত 8 টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডাক দেন জনতা কারফিউয়ের ৷ কোরোনা সংক্রমণ রুখতে আগামীকাল সকাল সাতটা থেকে রাত ন'টা অবধি সকল দেশবাসীকে বাড়িতে থাকতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

NARENDRA MODI TWEET
লকডাউনের নির্দেশ না মানলে আইনী ব্যবস্থা, জানাল কেন্দ্র

দিল্লি, 23 মার্চ : দয়া করে নিজেকে বাঁচান ৷ আপনার পরিবারকে বাঁচানকে ৷ নির্দেশগুলি সিরিয়াসলি অনুসরণ করুন ৷ আজ জনতার উদ্দেশে টুইটে এই সচেতন বার্তা লিখলেন প্রধানমন্ত্রী ৷ এদিকে আজই কেন্দ্রের তরফে রাজ্য সরকারগুলিকে লকডাউনের নির্দেশ কঠোরভাবে কার্যকর করতে বলা হয়েছে ৷ নির্দেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে ৷

প্রধানমন্ত্রী টুইটে লেখেন, "এখনও অনেকে এই লকডাউনের বিষয়টিকে গুরুত্ব দিচ্ছেন না ৷ দয়া করে লকডাউনের নির্দেশ অনুসরণ করুন ৷ নিজেকে ও নিজের পরিবারকে বাঁচান ৷ আমি রাজ্য সরকারগুলিকে অনুরোধ করছি, আইন অনুসরণ করার জন্য ৷ "

কোরোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় স্তরের শুরুতে পা দিতে চলেছে ভারত ৷ এমনটাই আশঙ্কা করা হচ্ছে। আক্রান্ত হয়েছেন 415 জন ৷ এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে 9 জনের ৷ ভারতে কোরোনা ভাইরাস নিয়ে জনগণের মধ্যে সচেতনতা তৈরি করতে বৃহস্পতিবার রাত 8টায় দেশবাসীর উদ্দেশে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ডাক দেন জনতা কারফিউয়ের ৷ কোরোনা সংক্রমণ রুখতে সকাল সাতটা থেকে রাত ন'টা অবধি সকল দেশবাসীকে বাড়িতে থাকতে অনুরোধ করেন প্রধানমন্ত্রী ৷ চিন, ইট্যালির মতো ভারতেও যদি কোরোনা ভাইরাস ব্যাপক হারে ছড়িয়ে পড়ে, তার হাত থেকে বাঁচাতে গোটা দেশকে ‘লকডাউন’ করতে হতে পারে ৷ তাই জনগণকে সামাজিক দূরত্বের অভ্যাস করাতে, ভিড় থেকে দূরে রাখতে ডাক দেওয়া হয়েছিল জনতা কারফিউয়ের ৷

লকডাউনের নির্দেশ না মানলে আইনী ব্যবস্থা, জানাল কেন্দ্র

ভারতবাসীকে সুরক্ষিত রাখতে যাঁরা প্রতিদিন কাজ করছেন, তাঁদের ধন্যবাদ জানাতে সকলকে অনুরোধ করেন বিকেল 5টার সময় বারান্দায় বা বাড়ির বাইরে এসে কাঁসর-ঘণ্টা বাজিয়ে বা হাততালি দিয়ে উৎসাহিত করতে বলেছিলেন মোদি ৷ তবে কয়েকটি ক্ষেত্রে মানুষের উচ্ছ্বাস বাঁধ ভাঙে ৷ কাঁসর-ঘণ্টা, থালা বা হাততালি দিতে দিতে মানুষদের জমায়েত হতে দেখা যায় ৷ মূলত মানুষের জমায়েত রুখতেই এই কারফিউ ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details