পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাজীব কুমারকে জেরার CBI-র স্ট্যাটাস রিপোর্ট খুবই গুরুতর : সুপ্রিম কোর্ট - cbi

রাজীব কুমারকে জেরার স্ট্যাটাস রিপোর্ট জমা দিল CBI। সেই রিপোর্টকে 'খুবই গুরুতর' বলে মন্তব্য করল সুপ্রিম কোর্ট।

রাজীব কুমার

By

Published : Mar 26, 2019, 8:23 PM IST

দিল্লি, 26 মার্চ: সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। রাজীব কুমারকে জেরার সেই স্ট্যাটাস রিপোর্ট CBI মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে পেশ করেছে। আজ সুপ্রিম কোর্ট সেই রিপোর্টকে "খুবই গুরুতর" বলে মন্তব্য করল।

তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অন্য দুই সদস্য বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্না। রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, রিপোর্টটি খুবই গুরুতর। আর এমন গুরুতর বিষয় যদি তাঁদের সামনে তুলে ধরা হয়, তাহলে তাঁরা চোখ বন্ধ করে থাকতে পারেন না।

CBI-কে তিন সদস্যের বেঞ্চ নির্দেশ দেয়, রাজীব কুমারের বিরুদ্ধে পদক্ষেপ করতে তারা আবেদন করুক। আবেদন করার জন্য 10 দিন সময় দিয়েছে তদন্তকারী সংস্থাকে। রাজীব কুমার এবং অন্যরা তার সাতদিন পর আবেদনের জবাব দিতে পারেন।

তবে সুপ্রিম কোর্ট বলেছে, CBI-এর রিপোর্টটি মুখবন্ধ খামে রয়েছে। অন্য পক্ষের বক্তব্য না শুনে এই বিষয়ে কোনও নির্দেশ জারি করা সম্ভব নয়।

সারদা কাণ্ডের তদন্তের জন্য যে SIT গঠন করা হয়েছিল, তার দায়িত্বে ছিলেন রাজীব কুমার। তাঁর বিরুদ্ধে সারদা কাণ্ডের গুরুত্বপূর্ণ নথি লোপাট ও CBI-কে জেরায় সহযোগিতা না করার অভিযোগ উঠেছে।

ABOUT THE AUTHOR

...view details