দিল্লি, 26 মার্চ: সারদা চিটফান্ড মামলায় কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার রাজীব কুমারকে জিজ্ঞাসাবাদ করেছিল CBI। রাজীব কুমারকে জেরার সেই স্ট্যাটাস রিপোর্ট CBI মুখবন্ধ খামে সুপ্রিম কোর্টে পেশ করেছে। আজ সুপ্রিম কোর্ট সেই রিপোর্টকে "খুবই গুরুতর" বলে মন্তব্য করল।
তিন সদস্যের বেঞ্চের নেতৃত্বে ছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। অন্য দুই সদস্য বিচারপতি দীপক গুপ্ত ও বিচারপতি সঞ্জীব খান্না। রিপোর্ট দেখে প্রধান বিচারপতি বলেন, রিপোর্টটি খুবই গুরুতর। আর এমন গুরুতর বিষয় যদি তাঁদের সামনে তুলে ধরা হয়, তাহলে তাঁরা চোখ বন্ধ করে থাকতে পারেন না।