দিল্লি, 14 মে : আজ দিল্লি হাইকোর্ট সন্তোষ কুমার সিং-কে তিন সপ্তাহের প্যারোলে মুক্তি দিল । সন্তোষ কুমার আইনের ছাত্র । ফাইনাল পরীক্ষায় বসার জন্য সে আবেদন করে । হাইকোর্টের বিচারপতি মুক্তা গুপ্তা সন্তোষ কুমারের আবেদন মঞ্জুর করেন । আইন বিভাগের ছাত্রী প্রিয়দর্শিনী মাট্টুর ধর্ষণ ও খুনের দায়ে 1996 সালে সন্তোষ কুমারের যাবজ্জীবন কারাদণ্ড হয় । আদালত সূত্রে খবর, 21 মে সন্তোষকে মুক্তি দেওয়া হবে । তার পরীক্ষা শুরু হবে 24 মে থেকে ।
পরীক্ষার জন্য সন্তোষ কুমারকে তিন সপ্তাহের প্যারোলে মুক্তি
সন্তোষ কুমার আইনের ছাত্র । 1996 সালে আইনের ছাত্রী প্রিয়দর্শিনী মাট্টুর ধর্ষণ ও খুনের দায়ে সন্তোষ কুমারের যাবজ্জীবন কারাদণ্ড হয় । আদালত সূত্রে খবর, 21 মে সন্তোষকে মুক্তি দেওয়া হবে ।
দিল্লি হাইকোর্ট
উল্লেখ্য, প্রিয়দর্শিনী মাট্টু (25) -কে ধর্ষণ ও খুনের অভিযোগে সন্তোষ 1996 সালে গ্রেপ্তার হয় । 2006 সালের 27 অক্টোবর দিল্লি হাইকোর্ট তাকে মৃত্যুদণ্ডের নির্দেশ দেয় । এই রায়ের প্রতিবাদে সন্তোষ সুপ্রিম কোর্টে আপিল করে । 2010 সালে সুপ্রিম কোর্ট তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ।