পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

শিবসেনার 50:50 ফর্মুলার দাবি উড়িয়ে দিলেন ফড়নবিশ - sanjay raut on bjp

কোন দিকে যাচ্ছে শিবসেনা-BJP জোটের ভবিষ্যৎ? তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা জোট নিয়ে তৈরি হয়েছে সংশয় ৷ শিবসেনা বরাবর চেয়ে আসছে সরকার গঠনে 50:50 আসন বণ্টন৷ কিন্তু এই ফর্মুলা উড়িয়ে দিলেন BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ এমন কোনও আলোচনা কোনওদিন হয়নি বলে সাফ জানিয়ে দিলেন তিনি ৷

উদ্ভব ঠাকরে ও দেবেন্দ্র ফড়নবিশ

By

Published : Oct 29, 2019, 2:27 PM IST

মুম্বই, 29 অক্টোবর : মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে শিবসেনা - BJP টানাপোড়েন অব্যাহত ৷ নির্বাচনের ফলাফল সামনে আসার পর থেকেই সরকার গঠনকে কেন্দ্র করে নতুন করে জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে ৷ রাজনৈতিক ক্ষমতা প্রদর্শন ও সরকার গঠনে আসন-বণ্টনকে ঘিরে উভয়পক্ষই একে অন্যকে কটাক্ষ করতে ছাড়ছে না ৷ এবারের মহারাষ্ট্র নির্বাচনে শিবসেনা-BJP জোটের অন্যতম শর্ত ছিল সরকার গঠনে 50:50 আসন বণ্টন ৷ কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী ও BJP-র সর্বভারতীয় সভাপতি অমিত শাহ এই ফর্মুলায় বিশ্বাস করেন না, এমনটাই জানিয়েছিলেন ৷ সেই সুরে সুর মিলিয়েই শিবসেনার ফর্মুলা উড়িয়ে দিলেন BJP নেতা দেবেন্দ্র ফড়নবিশ ৷ এমন কোনও আলোচনা কোনওদিন হয়নি বলে সাফ জানিয়ে দিলেন তিনি ৷

গতকাল শিবসেনা নেতা সঞ্জয় রাউত এক সাক্ষাৎকারে বলেন, "এখানে কোনও দুষ্যন্ত (চৌতালা) নেই , যাঁর বাবা জেলে বসে আছেন ৷ এখানে আমরা ধর্ম ও সত্যের পথে রাজনীতি করি ৷ এখানে শরদ (পাওয়ার) আছেন ৷ যিনি BJP ও কংগ্রেস বিরোধী একটি পরিবেশ তৈরি করেছেন, তিনি কোনওদিনই BJP-র সঙ্গে যুক্ত হবেন না ৷ "

তিনি আরও বলেন, "যদি কেউ আমাদের রাষ্ট্রক্ষমতা থেকে দূরে সরিয়ে রাখতে চায়, তবে তা আমাদের কাছে সম্মানের ৷ শীঘ্রই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে ৷ আমরা এখন শুধু দেখছি মানুষ কতটা নীচে নামতে পারে ৷ আমরা বেশি কিছু চাইছি না ৷ আমরা শুধু চাই নির্বাচনের পূর্বে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সবকিছু সেভাবেই হোক ৷ "

প্রসঙ্গত, হরিয়ানা নির্বাচনের পরে খানিকটা বেসামাল BJP, সরকার গঠনের জন্য জোট বাঁধে জননায়ক জনতা দল (JJP)-র সঙ্গে ৷ উপমুখ্যমন্ত্রীর পদে নিয়ে আসা হয় JJP-র সুপ্রিমো বিতর্কিত দুষ্যন্ত চৌতালাকে ৷ উল্লেখ্য, JJP-র নির্বাচনী প্রচারে কিন্তু কটাক্ষ করা হয়েছিল BJP-র বিরুদ্ধে ৷

এদিকে ঘটনার তীব্র সমালোচনা করেছে রাজনৈতিক মহল ৷ দুষ্যন্ত চৌতালার বাবা অজয় চৌতালা দুর্নীতির মামলায় জেলে ছিলেন নির্বাচনের সময়েও ৷ BJP-JJP জোট গঠনের পরের দিনই অজয় চৌতালা জেল থেকে সাময়িক মুক্তি পান ৷ ঘটনার সমালোচনা করে শিবসেনাও ৷ সঞ্জয় রাউত এদিন আরও যোগ করেন, " উদ্ভব ঠাকরেজি বলেছেন, আমাদের আরও অনেক বিকল্প পথ আছে ৷ কিন্তু আমরা এখনই কোনও বিকল্পের দিকে যেতে চাইছি না ৷ শিবসেনা সবসময় সত্যের পথে চলে এসেছে ৷ আমরা ক্ষমতার জন্য রাজনীতি করছি না ৷ "

সঞ্জয় রাউতের এই মন্তব্যের পর অস্বস্তির সৃষ্টি হয়েছে BJP-র অন্দরে ৷ গতকাল রাজ্যপাল ভগৎ সিং কোশারির সঙ্গে দু'পক্ষের আলাদা আলাদা বৈঠকের পর BJP-শিবসেনা জোটের ভবিষ্যৎ নিয়ে আবারও জল্পনা শুরু হয়েছে ৷

তিন দশকেরও বেশি সময় ধরে চলে আসা এই জোটের ভবিষ্যৎ আজ প্রশ্নের মুখে ৷ শিবসেনা বরাবর চেয়ে আসছে সরকার গঠনে 50:50 আসন বণ্টন ৷ ইতিমধ্যে উদ্ভব ঠাকরেও আসন বণ্টন প্রসঙ্গে শিবসেনার অবস্থান স্পষ্ট করে দিয়েছেন ৷

ABOUT THE AUTHOR

...view details