পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস, পুড়ে মৃত 1 - রেল দুর্ঘটনা

লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস । আগুন লেগে যায় ইঞ্জিনে । মৃত্যু হয়েছে একজনের ।

দুর্ঘটনা

By

Published : Jun 25, 2019, 6:19 PM IST

Updated : Jun 25, 2019, 7:36 PM IST

রায়গড় (ওড়িশা), 25 জুন : দুর্ঘটনায় লাইনচ্যুত হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেস । ওভার হেড ইকুইপমেন্ট(OHE) কারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লাইচ্যুত হয়েছে ইঞ্জিন ও ট্রেনের দুটি কোচ । আগুন লেগে যায় ইঞ্জিনে । মৃত্যু হয়েছে একজনের । আহত হয়েছেন চারজন । তবে যাত্রীরা নিরাপদেই রয়েছেন ।

হাওড়া থেকে জগদলপুরগামী 18005 সম্বলপুর এক্সপ্রেস আজ কোরাপুট ও রায়গড়ের মধ্যবর্তী এলাকায় দুর্ঘটনায় পড়ে । একই লাইনে মুখোমুখি চলে আসে একটি ওভার হেড ইকুইপমেন্ট (OHE) কার ও এক্সপ্রেস ট্রেনটি । OHE কারের সঙ্গে ধাক্কা লাগার পর লাইনচ্যুত হয়ে যায় এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন ও দুটি কোচ । সঙ্গে সঙ্গেই আগুন লেগে যায় ইঞ্জিনে ।

হাওড়া-জগদলপুর সম্বলেশ্বরী এক্সপ্রেসে আগুন

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থানে যান রেলের ইঞ্জিনিয়ররা । চলছে উদ্ধার ও আগুন নেভানোর কাজ ।

আগুন লেগে গিয়েছে ইঞ্জিনে
Last Updated : Jun 25, 2019, 7:36 PM IST

ABOUT THE AUTHOR

...view details