পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 16, 2019, 7:09 AM IST

ETV Bharat / bharat

প্লাস্টিক বর্জ্য থেকে ঘর সাজানোর সামগ্রী, দূষণ রোধে প্রচেষ্টা ওড়িশার প্রৌঢ়ার

প্লাস্টিক বর্জ্য থেকে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে দূষণ রোধে নতুন দিশা দেখাচ্ছেন ওড়িশার শৈলবালা দাস ৷ তাঁর জীবনের মূলমন্ত্রই হল প্লাস্টিক বর্জ্য 'ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করুন' ৷

Sailabala Das from Odisha trying to make out home decorative products from Plastic waste
শৈলবালা দাস

ভুবনেশ্বর, 16 ডিসেম্বর : প্লাস্টিক দূষণ নিয়ে উদ্বিগ্ন সারা বিশ্ব ৷ কপালে ভাঁজ পড়েছে পরিবেশবিদদের ৷ প্লাস্টিক বর্জ্যের ব্যবহার বন্ধ করতে ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকারের উদ্যোগে আয়োজন করা হয়েছে একাধিক প্রচার অভিযান, সচেতনতা শিবির ৷ এরই মধ্যে প্লাস্টিক বর্জ্য থেকে ঘর সাজানোর সামগ্রী তৈরি করে দূষণ রোধে নতুন দিশা দেখাচ্ছেন ওড়িশার শৈলবালা দাস ৷ জীবনের মূলমন্ত্রই হল প্লাস্টিক বর্জ্য 'ফেলে না দিয়ে পুনরায় ব্যবহার করুন' ৷

বয়স 69 ৷ বাড়ি ওড়িশার ভুবনেশ্বরে ৷ ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য থেকে ময়ূর, ক্যাকটাস, ফুলদানি, গাছ, হাঁস বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন শৈলবালা ৷ স্বামী লক্ষ্মীনারায়ণ দাস তাঁকে এই কাজে সাহায্য করেন ৷

প্লাস্টিক বর্জ্য থেকে ঘর সাজানোর সামগ্রী বানিয়ে তাক লাগিয়ে দিয়েছেন ভুবনেশ্বরের শৈলবালা দাস

শৈলবালা বলেন, "আমি আমার পরিবারের সদস্যদের এবং বন্ধুদের হাতে বানানো ঘর সাজানোর এই সব সামগ্রী উপহার দিয়েছি ৷ তাঁরা খুব প্রশংসা করেছেন ৷" তিনি আরও বলেন, "আমি মানুষকে শেখাতে চাই যে ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্যকে কীভাবে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলা যায় ৷ " স্ত্রী-র এই প্রচেষ্টা সম্পর্কে লক্ষ্মীনারায়ণবাবু জানান, অনেকদিন ধরেই অসুস্থ শৈলবালা ৷ চিকিৎসকের পরামর্শমতো নিয়মিত ওষুধ খান ৷ শুরুটা হয়েছিল ফেলে দেওয়া ওষুধের কভারগুলিকে পুনরায় ব্যবহারযোগ্য করে তোলার প্রচেষ্টা থেকে ৷ তার পাশাপাশি অন্যান্য প্লাস্টিকেরও ব্যবহারও শুরু করেন তিনি ৷

ফেলে দেওয়া প্লাস্টিক বর্জ্য থেকে তৈরি করেছেন ঘর সাজানোর নানান সামগ্রী

এ বিষয়ে শৈলবালার বোন নির্মলা মোহান্তি বলেন, "আমি 20 বছর ধরে ওঁকে দেখছি ৷ এখন আমিও সমস্ত প্লাস্টিক বর্জ্য ওঁকে দিয়ে আসি ৷ ও সেগুলি দিয়ে ঘর সাজানোর সুন্দর সামগ্রী বানিয়ে দেয় ৷ "

পরিবেশকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে শৈলবালার এই নীরব প্রচেষ্টা নবীন প্রজন্মের কাছে অনুপ্রেরণা ৷

ABOUT THE AUTHOR

...view details