পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

CP-কে পদ থেকে সরান, দিল্লি হিংসায় মোদির কাছে আর্জি প্রশান্ত কিশোরের - anti caa protest in delhi 2020

প্রশান্ত কিশোর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আজ টুইটে লেখেন, "স্যার দয়া করে আপনি দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়ককে তাঁর পদ থেকে সরান । তিনি পরিস্থিতি সামাল দিতে অযোগ্য । অপরাধে গুরুত্ব দেননি ।"

prasant
প্রশান্ত কিশোর

By

Published : Feb 26, 2020, 9:10 PM IST

দিল্লি, 26 ফেব্রুয়ারি : দিল্লি সংঘর্ষ প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটের জবাব দিয়ে একটি টুইট করলেন রাজনৈতিক উপদেষ্টা প্রশান্ত কিশোর । দিল্লির পুলিশ কমিশনারকে পদ থেকে সরিয়ে দেওয়ার আর্জি জানালেন পিকে। তাঁর মত, উত্তর-পূর্ব দিল্লিতে বাড়়তে থাকা হিংসা নিয়ন্ত্রণ করতে ব্যর্থ পুলিশ । অপরাধে গুরুত্ব দিচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি ।

প্রশান্ত কিশোর আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে আজ টুইটে লেখেন, "স্যার দয়া করে আপনি দিল্লি পুলিশ কমিশনার অমূল্য পটনায়ককে তাঁর পদ থেকে সরান । তিনি পরিস্থিতি সামাল দিতে অযোগ্য । অপরাধে গুরুত্ব দেননি ।"

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে উত্তর-পূর্ব দিল্লিতে বাড়ছে হিংসা । সংঘর্ষের শিকার বহু মানুষ । অনেকেই ঘর ছাড়া । কারফিউ জারি সত্ত্বেও চলেছে ইটবৃষ্টি । এখনও পর্যন্ত মৃতের সংখ্যা 27, জখম 200-র বেশি মানুষ ।

দিল্লির হিংসায় মন কাঁদছে, জগন্নাথধামে পুজো দিয়ে বললেন মমতা

গতকাল পর্যন্ত পরিস্থিতি নিয়ে নীরব থাকলেও আজ উদ্বেগ প্রকাশ করেছেন মোদি । দিল্লিবাসীকে শান্তি বজায় রাখার আবেদন জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী । টুইটে লেখেন, "আমাদের নৈতিক মূল্যবোধের ভিত্তি হল শান্তি ও ঐক্য । দিল্লির ভাই ও বোনেদের শান্তি ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখার আবেদন জানাচ্ছি । তাড়াতাড়ি পরিস্থিতি হওয়াটা খুব জরুরি । দিল্লির একাধিক জায়গা ও বর্তমান পরিস্থিতি নিয়ে পর্যালোচনা হয়েছে । পুলিশ ও অন্য আইন নিয়ন্ত্রক সংস্থাগুলি মাঠে নেমে কাজ করছে ।" এই টুইটের উত্তর দিয়েই দিল্লির পুলিশ কমিশনারের নিষ্ক্রিয়তা নিয়ে অভিযোগ তুলেছেন প্রশান্ত কিশোর ।

ABOUT THE AUTHOR

...view details