পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

কোরোনা আক্রান্ত সচিন পাইলট, দ্রুত সুস্থতা কামনা অশোক গেহলতের - সচিন পাইলট

আজ তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে।

Sachin Pilot
Sachin Pilot

By

Published : Nov 12, 2020, 11:05 PM IST

Updated : Nov 13, 2020, 1:16 AM IST

জয়পুর, 12 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলট। আজ সন্ধেয় তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তারপরই টুইটারে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করেন সচিন পাইলট।

টুইটে তিনি লেখেন, “আমার কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে। বর্তমানে আমি হোম কোয়ারান্টিনে রয়েছি। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবো।” পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোরোনা পরীক্ষা করার উপদেশ দেন।

সচিন পাইলটের টুইটের পরই দ্রুত সুস্থতা কামনা করে পালটা টুইট করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলত। টুইটে তিনি লেখেন, দ্রুত সুস্থ হয়ে উঠুন সচিনজি। আপনার দ্রুত সুস্থতা কামনা করি।

প্রসঙ্গত, গত 24 ঘণ্টায় রাজস্থানে নতুন করে কোরোনায় আক্রান্ত হয়েছেন দুই হাজার 176 জন। মৃত্যু হয়েছে 13 জনের। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছে এক হাজার 804 জন।

Last Updated : Nov 13, 2020, 1:16 AM IST

ABOUT THE AUTHOR

...view details