জয়পুর, 12 নভেম্বর : কোরোনায় আক্রান্ত রাজস্থানের প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা সচিন পাইলট। আজ সন্ধেয় তাঁর কোরোনা রিপোর্ট পজ়িটিভ আসে। তারপরই টুইটারে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর টুইট করেন সচিন পাইলট।
টুইটে তিনি লেখেন, “আমার কোরোনা রিপোর্ট পজ়িটিভ এসেছে। বর্তমানে আমি হোম কোয়ারান্টিনে রয়েছি। আশা করি খুব শীঘ্রই সুস্থ হয়ে উঠবো।” পাশাপাশি গত কয়েকদিনে তাঁর সংস্পর্শে আসা ব্যক্তিদেরও কোরোনা পরীক্ষা করার উপদেশ দেন।