জয়পুর, 7 সেপ্টেম্বর : 43-এ পা দিলেন কংগ্রেস নেতা সচিন পাইলট । শুভেচ্ছা এল অশোক গেহলতের থেকে । জন্মদিনে তাঁকে শুভেচ্ছা জানান রাজস্থান প্রদেশ কংগ্রেসের সভাপতি গোবিন্দসিং দোতাসরা । শুধু শাসক দলই নয়, বিরোধী অর্থাৎ রাজস্থান BJP-র তরফেও তাঁকে শুভেচ্ছা জানানো হয় । এরাজ্যের BJP সভাপতি সতীশ পুনিয়া টুইটে শুভেচ্ছা বিনিময় করেন ।
কিছুদিন আগেই চিড় ধরে গেহলত-পাইলট সম্পর্কে । সরগরম হয় রাজ্য-রাজনীতি । BJP-তে যোগ দেবেন পাইলট এমন অভিযোগ তুলে একাধিক মন্তব্যে তাঁকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী অশোক গেহলত । রাজস্থানে সরকার সংকটে পড়ে । একাধিক টানা-পোড়েনের পর রাহুল-সোনিয়ার চেষ্টায় 'ঘরে ফেরেন' পাইলট । কিন্তু ততদিনে উপ-মুখ্যমন্ত্রী পদ চলে যায় । রাজস্থানে বর্তমানে সবকিছু স্থিতিশীল । এই পরিস্থিতিতে পাইলটের জন্মদিনে গেহলতের শুভেচ্ছা আবারও একাধিক প্রশ্ন তুলে দিচ্ছে ।