পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

গালওয়ানের সংঘর্ষ পূর্ব পরিকল্পিত : এস জয়শংকর

গালওয়ানের সংঘর্ষের জন্য চিনকে দায়ি করে কড়া ভাষায় প্রতিবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের ৷ এই ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে বলেও চিনের বিদেশমন্ত্রীকে জানান এস জয়শংকর ৷

S Jayshankar
ফাইল ফোটো

By

Published : Jun 17, 2020, 7:30 PM IST

দিল্লি, 17 জুন : লাদাখে নিয়ন্ত্রণরেখায় একের পর এক ঘটনার জন্য চিনকে দায়ি করে কড়া ভাষায় প্রতিবাদ জানালেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকরের ৷ তিনি চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-কে বলেন, "গালওয়ানের সংঘর্ষ পূর্ব পরিকল্পিত ৷ নিয়ন্ত্রণরেখায় একের পর এক ঘটনার জন্য দায়ি চিন ৷ " শুধু তাই নয়, এই ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে বলেও চিনের বিদেশমন্ত্রীকে জানান এস জয়শংকর ৷

সোমবার রাতে লাদাখের গালওয়ানে সংঘর্ষে জড়ায় ভারত ও চিন সেনারা ৷ তাতে 20 জন ভারতীয় সেনা শহিদ হন ৷ এই ঘটনার পরই চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই-এর সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর ৷ ফোনে কথা বলার সময় তিনি কড়া ভাষায় সোমবারের ঘটনার প্রতিবাদ জানান ৷

চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বলার সময় এস জয়শংকর তাঁকে 6 জুন দুই পক্ষের সেনার সিনিয়র কমান্ডারদের বৈঠকের কথা মনে করিয়ে দেন ৷ এই বৈঠকেই দু'পক্ষ নিয়ন্ত্রণরেখায় উত্তেজনা প্রশমনে চুক্তি করেছিল ৷ জয়শংকর চিনের বিদেশমন্ত্রীকে বলেন, "6 জুন হওয়া চুক্তি প্রয়োগে নিয়ন্ত্রণরেখায় মোতায়েন কমান্ডাররা শেষ সপ্তাহে নিয়মিত বৈঠক করছিল ৷ যখন পরিস্থিতিতে কিছুটা উন্নতি হল তখনই চিন নিয়ন্ত্রণরেখায় ভারতের দিকে একটি কাঠামো তৈরি করে ৷ সেটাই বিতর্কের কারণ হয়ে দাঁড়ায় ৷ চিনের তরফের এই পদক্ষেপ পূর্ব পরিকল্পিত ৷ আর তারই ফলস্বরূপ গালওয়ানে সংঘর্ষ হয় ও সেনা জওয়ানদের মৃত্যু হয় ৷"

জয়শংকর ওয়াং ওয়াই-কে জানান, সোমবারের ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে মারাত্মক প্রভাব ফেলবে ৷ জয়শংকর বলেন, "বর্তমানে চিনের উচিত নিজেদের কাজের পুনর্মূল্যায়ন করে উপযুক্ত পদক্ষেপ করা ৷ " এরপর ফের একবার জয়শংকর 6 জুন দুই দেশের সিনিয়র কমান্ডারদের মধ্যে হওয়া চুক্তির কথা মনে করান ৷ একইসঙ্গে বলেন, "6 জুন সিনিয়র কমান্ডারদের মধ্যে যে সমঝোতা হয়েছিল তা দুই পক্ষেরই সতর্কতা ও দায়বদ্ধতার সঙ্গে বাস্তবায়িত করা উচিত ৷ পাশাপাশি দুই পক্ষের সেনাবাহিনীরই দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনে চলা উচিত ৷ "

অন্যদিকে গালওয়ানের সংঘর্ষ নিয়ে চিনের তরফেও তাদের অবস্থান স্পষ্ট করা হয় ৷ চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াই ভারতের বিদেশমন্ত্রী জয়শংকরকে বলেন, "ভারত ও চিনের নেতৃত্ব স্থানীয়রা যে সমঝোতা বা ঐক্যমতে পৌঁছেছে তা দুই দেশেরই অনুসরণ করা উচিত ৷"

ফোনে কথোপকথনের শেষে দুই দেশই সামগ্রিক পরিস্থিতি দায়বদ্ধতার সঙ্গে সামলানোর বিষয়ে সম্মতি জানায় ৷ একইসঙ্গে তাঁরা সম্মত হয় যে, এখন থেকে 6 জুন করা চুক্তি দায়বদ্ধতার সঙ্গে বাস্তবায়িত করা হবে ৷ পাশাপাশি কোনও পক্ষই উত্তেজনা তৈরি হয় এমন কোনও পদক্ষেপ করবে না ৷ বরং, দ্বিপাক্ষিক চুক্তি ও প্রোটোকল মেনে শান্তি স্থাপন করবে ৷

ABOUT THE AUTHOR

...view details