দিল্লি, 8 সেপ্টেম্বর : মস্কোয় বৈঠকে অংশ নেওয়ার আগে আজ ইরানে নামতে পারেন বিদেশমন্ত্রী জয়শংকর । ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন তিনি ।
রাশিয়ার SCO বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী । এশিয়ার বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন । থাকবেন চিনের বিদেশমন্ত্রীও । চিন-ভারত সীমান্ত পরিস্থিতি এখনও তপ্ত । রাত থেকেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে । চিন সেনার হামলার সঠিক জবাব দিয়েছে ভারত । যদিও চিনের দাবি ভারতের তরফে প্রথম হামলা করা হয়েছে । কিন্তু সেই দাবি সম্পূর্ণই উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক ।