পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মস্কোতে চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন জয়শংকর

মস্কোয় বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী জয়শংকর । তার আগে ইরানে আজ নামতে পারেন তিনি ।

jaishankar
jaishankar

By

Published : Sep 8, 2020, 6:02 PM IST

Updated : Sep 8, 2020, 11:04 PM IST

দিল্লি, 8 সেপ্টেম্বর : মস্কোয় বৈঠকে অংশ নেওয়ার আগে আজ ইরানে নামতে পারেন বিদেশমন্ত্রী জয়শংকর । ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে অংশ নিতে পারেন তিনি ।

রাশিয়ার SCO বৈঠকে অংশ নেবেন বিদেশমন্ত্রী । এশিয়ার বিভিন্ন দেশের বিদেশমন্ত্রীরা উপস্থিত থাকবেন । থাকবেন চিনের বিদেশমন্ত্রীও । চিন-ভারত সীমান্ত পরিস্থিতি এখনও তপ্ত । রাত থেকেই দুই পক্ষের মধ্যে গুলির লড়াই চলে । চিন সেনার হামলার সঠিক জবাব দিয়েছে ভারত । যদিও চিনের দাবি ভারতের তরফে প্রথম হামলা করা হয়েছে । কিন্তু সেই দাবি সম্পূর্ণই উড়িয়ে দিয়েছে বিদেশমন্ত্রক ।

মস্কোয় চিনের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে পারেন এস জয়শংকর । তার আগে এই পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলে উল্লেখ করেন তিনি । বলেন, “গালওয়ানে যে দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে তা নিয়ে আমি লিখেছি । সীমান্তে যদি শান্তিপূর্ণ সহাবস্থান না হয়, তা হলে দুই দেশের সম্পর্ক ঠিক থাকবে না ।”

10 সেপ্টেম্বর চিনের বিদেশমন্ত্রী ওয়াং ওয়াইয়ের সঙ্গে আলাদা করে বৈঠক করতে পারেন বিদেশমন্ত্রী জয়শংকর । তিনি মনে করেন, দু’দেশের তরফে উচ্চ পর্যায়ের কূটনৈতিক আলোচনা হওয়া প্রয়োজন ।

Last Updated : Sep 8, 2020, 11:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details