পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

রাশিয়ায় ছিলেন নেতাজি ? মস্কোর কাছেও তথ্য নেই, জানাল কেন্দ্র - Narendra Modi

বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন জানান, রাশিয়ার কাছে নেতাজি সংক্রান্ত তথ্য চেয়েছিল ভারত ৷ কিন্তু, রাশিয়া জানিয়েছে, তারা কোনও নথি খুঁজে পায়নি ৷

নেতাজি

By

Published : Jul 24, 2019, 6:03 PM IST

দিল্লি, 24 জুলাই : ক্ষমতায় আসার পর রাশিয়ার কাছে নেতাজি সুভাষচন্দ্র বসু সংক্রান্ত তথ্য চেয়েছিল নরেন্দ্র মোদি সরকার ৷ কিন্তু মস্কো জানিয়েছে, সেদেশের আর্কাইভে নেতাজি সংক্রান্ত কোনও নথি খুঁজে পাওয়া যায়নি ৷ আজ একথা জানান বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ভি মুরলীধরন ৷

লোকসভায় একটি প্রশ্নের লিখিত জবাবে বিদেশ মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জানান, 2014 সাল থেকে মস্কোর কাছে নেতাজি সংক্রান্ত একাধিক তথ্য চাওয়া হয়েছিল ৷ এর মধ্যে ছিল, 1945 সালের অগাস্টের আগে বা পরে রাশিয়াতে নেতাজি ছিলেন কি না ৷

মুরলীধরন বলেন, "রাশিয়া সরকার জানিয়েছে, নেতাজি নিয়ে তাদের আর্কাইভ থেকে কোনও তথ্য তারা পাচ্ছে না ৷ ভারতের অনুরোধের পর ফের তদন্ত করেও মস্কো কোনও অতিরিক্ত নথি খুঁজে পায়নি ৷"

উল্লেখ্য, নেতাজি সংক্রান্ত গোপন নথি প্রকাশ নিয়ে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক চাপানউতোর জারি ছিল ৷ 2016 সালে 23 জানুয়ারি নেতাজি সংক্রান্ত 100টি গোপন নথির ডিজিটাল সংস্করণ প্রকাশ করে মোদি সরকার ৷

ABOUT THE AUTHOR

...view details