মুম্বই, ১৮ মার্চ : আজ বাজার বন্ধ হওয়া পর্যন্ত টাকার (রুপি) দাম ৫৭ পয়সা বাড়ল। উল্লেখ্য, আজ টাকার দাম বাড়ায় এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম গত সাত মাসে শিখরে পৌঁছল আজ। এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হল ৬৮.৫৩ টাকা। বিদেশি মুদ্রার আমদানি বাড়ার কারণে এবং বিদেশের বাজারে ডলারের স্থিতি দুর্বল হওয়ার জন্যই টাকার দামে বৃদ্ধি হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
সাত মাসে সর্বোচ্চ টাকার দাম
আজ বাজার বন্ধ হওয়া পর্যন্ত টাকার (রুপি) দাম ৫৭ পয়সা বাড়ল। উল্লেখ্য, আজ টাকার দাম বাড়ায় এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার দাম গত সাত মাসে শিখরে পৌঁছল আজ। এক ডলারের নিরিখে ভারতীয় মুদ্রার মূল্য হল ৬৮.৫৩ টাকা।
সাত মাসে সর্বোচ্চ টাকার দাম
গত বছরের ১০ অগাস্টের পর এই প্রথম এতটা বাড়ল টাকার দাম।
আজ বাজার খোলার সময়ে টাকার দাম ডলারের তুলনায় ৬৮.৯২ টাকা ছিল। বিশেষজ্ঞরা জানিয়েছে, ঘরোয়া বাজারে বহু বিদেশি বিনিয়োগকারী বিনিয়োগ করেছেন।