দিল্লি, 13 অগাস্ট : প্রণব মুখোপাধ্যায়ের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে কয়েকদিন ধরে প্রচার চলছিল বিভিন্ন সংবাদমাধ্যমে । এর বিরুদ্ধে আজ তীব্র প্রতিক্রিয়া জানালেন তাঁর ছেলে ও মেয়ে । প্রাক্তন রাষ্ট্রপতির ছেলে অভিজিৎ মুখোপাধ্যায় সকালে টুইট করেন, বাবা জীবিত । সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । একইসঙ্গে প্রতিক্রিয়া জানান মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ও । এইদিকে দিল্লির সেনা হাসপাতালের তরফে জানানো হয়, সকালেও শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি প্রণববাবুর ।
সংকটজনক অবস্থায় 10 অগাস্ট আর্মি রিসার্চ অ্যান্ড রেফেরাল হাসপাতালে ভরতি করা হয় প্রণব মুখোপাধ্যায়কে । আঘাত লাগার কারণে মাথায় রক্ত জমাট বেঁধে যায় । অস্ত্রোপচার করা হয় । কিন্তু তারপরও বিপদ কাটেনি । কোরোনায় আক্রান্তও হন প্রাক্তন রাষ্ট্রপতি । কিন্তু এরপর হাসপাতালের তরফে জানানো হয়, এখনও সংকটে প্রণব মুখোপাধ্যায় । গত সন্ধ্যাতেও তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হয়নি ।
এরপর গতরাতে টুইট করেন প্রণববাবুর ছেলে অভিজিৎ । তিনি জানান, প্রত্যেকের প্রার্থনায় বাবা এই মুহূর্তে হেমোডাইনামিকালি স্থিতিশীল রয়েছেন ।
সংবাদমাধ্যমগুলির প্রচারের প্রেক্ষিতে আজ সকালে প্রকাশ্যে আসে প্রণববাবুর ছেলে ও মেয়ের প্রতিক্রিয়া । বোঝা যায়, বেশ ক্ষুব্ধ দু'জনেই । সংবাদমাধ্যমগুলির খবরকে ভুয়ো বলে অভিযোগ করেন তাঁরা । অভিজিৎ টুইটে লেখেন, "আমার বাবা প্রণব মুখোপাধ্যায় এখনও জীবিত এবং হেমোডায়নামিকালি স্থিতিশীল । সোশাল মিডিয়ায় প্রতিষ্ঠিত সাংবাদিকরা ভুয়ো খবর প্রচার করছেন । এই বিষয়টি স্পষ্ট করছে যে, ভারতীয় গণমাধ্যম ভুয়ো খবরের কারখানা হয়ে উঠেছে ।" এর কিছুক্ষণ পরেই আরও একটি টুইট করেন তিনি । লেখেন, "কর্পোরেট মিডিয়া হাউজ়গুলিকে দেখে লজ্জায় আমার মাথানত হয়ে যাচ্ছে । কয়েকজন সাংবাদিক ও সোশাল মিডিয়ার অনেক ব্যবহারকারী পাবলিসিটির জন্য ভুয়ো খবর প্রচার করছেন । একজন জীবিত মানুষকে মৃত বানিয়ে ফেলেন, কী নিম্নরুচির তাঁরা !"
টুইট করেন শর্মিষ্ঠাও । তিনি লেখেন, "আমার বাবার বিষয়ে মিথ্যে রটনা হচ্ছে । সংবামাধ্যমগুলিকে আমায় ফোন না করতে অনুরোধ করছি । হাসপাতাল থেকে খবর পাওয়ার জন্য আমার ফোন ফ্রি রাখতে হবে । "
এইদিকে আজ সকালেও প্রণববাবুর শারীরিক অবস্থার কোনও পরিবর্তন হয়নি বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ । একইরকম আছেন তিনি । ভেন্টিলেটশনেই রয়েছেন । তবে শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্যারামিটার স্থিতিশীল ।