গুয়াহাটি/আগরতলা, 6 ফেব্রুয়ারি : চলতি বছরের বাজেটে উত্তর-পূর্ব সীমান্ত রেলের (এনএফআর) জন্য 8 হাজার 60 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে ৷ এনএফআর-এর মুখ্য় জনসংযোগ আধিকারিক শুভানন চন্দ জানিয়েছেন, এই 8 হাজার 60 কোটি টাকার মধ্যে 4 হাজার 330 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শুধুমাত্র তিনটি নতুন লাইন তৈরি এবং একাধিক লাইন ডাবল করার জন্য৷
এবারের বাজেটে জোর দেওয়া হয়েছে রেলের নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করার উপরেও ৷ উত্তর-পূর্ব সীমান্ত রেলের ক্ষেত্রে শুধুমাত্র এই খাতেই খরচ বাবদ ধরা হয়েছে 3 হাজার 470 কোটি টাকা ৷ পাশাপাশি যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য় বরাদ্দ করা হয়েছে 166 কোটি টাকা ৷
ভারতের 17টি রেলপথ জোনের মধ্যে উত্তর-পূর্ব সীমান্ত রেল বা এনএফআর অন্যতম৷ মেঘালয় ও সিকিম বাদে উত্তর-পূর্ব ভারতের বাকি ছ’টি রাজ্য়েই পরিষেবা দেয় তারা৷ একইসঙ্গে, পশ্চিমবঙ্গের সাতটি জেলা এবং উত্তর বিহারের পাঁচটি জেলাতেও ট্রেন চালায় এনএফআর৷
উত্তর-পূর্ব সীমান্ত রেলে মানোন্নয়ন প্রসঙ্গে চন্দ জানিয়েছেন, এবারের বাজেটে নিউ বঙ্গাইগাঁও-অগথোরি ভায়া রঙ্গিয়া রুটের জন্য 650 কোটি, নিউ বঙ্গাইগাঁও-গোয়ালপাড়া, গুয়াহাটি রুটের জন্য 610 কোটি টাকা, দিগারু-হজাই রুটের জন্য 100 কোটি টাকা এবং নিউ ময়নাগুড়ি-গুমানিহাট রুটের জন্য 110 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷