পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

জনধন প্রকল্পের মহিলাদের অ্যাকাউন্টে আজ থেকে জমা 500 টাকা

সম্প্রতি ঘোষিত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অর্ন্তভুক্ত প্রত্যেক মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এপ্রিলের 3 তারিখ থেকে 9 তারিখের মধ্যে 500 টাকা ঢুকবে বলে জানিয়েছে ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ৷

Jan Dhan A/c
Jan Dhan A/c

By

Published : Apr 3, 2020, 3:37 PM IST

দিল্লি, 3 এপ্রিল : ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন জানিয়েছে, যে সমস্ত মহিলার প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পের অর্ন্তভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁদের শুক্রবার থেকে প্রতি মাসে 500 টাকা দেওয়া হবে ৷ শেষ সপ্তাহে এমনটাই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শেষ সপ্তাহে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত মহিলার প্রধামমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অর্ন্তভুক্ত, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 500 টাকা দেওয়া হবে ৷ এটি চলবে আগামী তিন মাস পর্যন্ত ৷ এটি তার প্রথম মাস ৷

তালিকা অনুয়ায়ী যে সমস্ত মহিলার প্রধানমন্ত্রী জনধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা 0 অথবা 1 ৷ তাঁদের অ্যাকাউন্টে এপ্রিলের 3 তারিখের মধ্যেই টাকা পৌঁছে যাবে ৷ অন্যদিকে যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা 2 অথবা 3 তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে এপ্রিলের 4 তারিখে ৷ যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 4 অথবা 5 সেক্ষেত্রে টাকা ঢুকবে 7 এপ্রিল ৷ যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা 6 অথবা 7, আগামী 8 এপ্রিল তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৷ আর যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 8 অথবা 9, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 9 এপ্রিল ৷ 9 এপ্রিলের পর থেকে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের অর্ন্তভুক্ত প্রত্যেক মহিলা যখন ইচ্ছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ মূলত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এপ্রিল মাসের এই তিনটি দিন ভাগে ভাগে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ৷

ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন উপভোক্তাদের কাছে প্রত্যেকের সুরক্ষা ও স্বাচ্ছন্দ্য নিশ্চিত করার জন্য আবেদন জানিয়েছে ৷ তারা জানিয়েছে, যেহেতু এই টাকা প্রত্যেক উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে, সেক্ষেত্রে টাকা তোলার জন্য উপভোক্তাদের কোনও প্রয়োজন নেই ব্যাঙ্কে ছুটে যাওয়ার ৷ প্রয়োজন মতো যে কোনও দিন ও টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন গ্রাহকেরা ৷ সেই সঙ্গে ভিড় এড়ানোর জন্য উপভোক্তাদের নিকটবর্তী ATM ব্যবহারেরও পরামর্শ দেওয়া হয়েছে ৷ যে কোন ব্যাঙ্কের ATM থেকে তোলা যাবে টাকা ৷ সেক্ষেত্রে কোনও বাড়তি টাকা কাটা হবে না অ্যাকাউন্ট থেকে ৷

এই প্রকল্পের পাশাপাশি ব্যাঙ্কগুলিকে প্রধামন্ত্রী কৃষান যোজনা অ্যাকাউন্টগুলিও দেখাশোনা করতে হবে ৷ এই যোজনার অর্ন্তর্গত কৃষকেরা যাঁরা প্রতিবছর 6000 টাকা পান, তাঁদের প্রথম ধাপে 2000 টাকা দেবে ব্যাঙ্কগুলি ৷ সেই সঙ্গে দেশের 3 কোটি গরিব,বিধবা ও শারীরিকভাবে সক্ষম এমনদের আগামী 3 মাস 1000 টাকা করে দেওয়া হবে ৷

ABOUT THE AUTHOR

...view details