দিল্লি, 3 এপ্রিল : ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন জানিয়েছে, যে সমস্ত মহিলার প্রধানমন্ত্রী জনধন যোজনা প্রকল্পের অর্ন্তভুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তাঁদের শুক্রবার থেকে প্রতি মাসে 500 টাকা দেওয়া হবে ৷ শেষ সপ্তাহে এমনটাই ঘোষণা করেছিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ৷ শেষ সপ্তাহে ঘোষণা করা হয়েছিল যে সমস্ত মহিলার প্রধামমন্ত্রী গরিব কল্যাণ যোজনার অর্ন্তভুক্ত, তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রতি মাসে 500 টাকা দেওয়া হবে ৷ এটি চলবে আগামী তিন মাস পর্যন্ত ৷ এটি তার প্রথম মাস ৷
তালিকা অনুয়ায়ী যে সমস্ত মহিলার প্রধানমন্ত্রী জনধন যোজনা ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা 0 অথবা 1 ৷ তাঁদের অ্যাকাউন্টে এপ্রিলের 3 তারিখের মধ্যেই টাকা পৌঁছে যাবে ৷ অন্যদিকে যাঁদের অ্যাকাউন্ট নম্বরের শেষ সংখ্যা 2 অথবা 3 তাঁদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাবে এপ্রিলের 4 তারিখে ৷ যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 4 অথবা 5 সেক্ষেত্রে টাকা ঢুকবে 7 এপ্রিল ৷ যাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শেষ সংখ্যা 6 অথবা 7, আগামী 8 এপ্রিল তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে ৷ আর যাঁদের অ্যাকাউন্টের শেষ সংখ্যা 8 অথবা 9, তাঁদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে 9 এপ্রিল ৷ 9 এপ্রিলের পর থেকে প্রধানমন্ত্রী জনধন প্রকল্পের অর্ন্তভুক্ত প্রত্যেক মহিলা যখন ইচ্ছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারবেন ৷ মূলত সামাজিক দূরত্ব বজায় রাখার জন্যই এপ্রিল মাসের এই তিনটি দিন ভাগে ভাগে উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছে ভারতীয় ব্যাঙ্ক অ্যাসোসিয়েশন ৷