পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সঠিক কাজ করেছে, মন্তব্য স্বামী রবার্টের - রবার্ট বঢ়রা

যেভাবে দৃঢ়তার সঙ্গে প্রিয়াঙ্কা বাইকে করে প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে যান সেটা প্রশংসাযোগ্য, এমনই মন্তব্য করলেন রবার্ট বঢ়রা ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে যান প্রিয়াঙ্কা ৷ তখনই পুলিশি হেনস্থার স্বীকার হন তিনি ৷

image
প্রিয়াঙ্কা ও রবার্ট বঢ়রা

By

Published : Dec 29, 2019, 12:55 PM IST

দিল্লি, 29 ডিসেম্বর : স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধির প্রশংসায় পঞ্চমুখ রবার্ট বঢ়রা ৷ বাইকে করে প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেটাই তো করা উচিত ৷ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই স্ত্রীর প্রশংসা করেন রবার্ট ৷

‘‘আমি প্রচণ্ড চিন্তিত ছিলাম যেভাবে প্রিয়াঙ্কাকে মহিলা পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে তা নিয়ে ৷ একজন তাঁর গলা টিপে ধরে, তো অন্য এক মহিলা পুলিশ তাঁকে পিছন থেকে ধাক্কা মারে ৷ এবং সে পড়েও যায় ৷ কিন্তু যেভাবে দৃঢ়তার সঙ্গে প্রিয়াঙ্কা বাইকে করে প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে যান সেটা প্রশংসারযোগ্য ৷'' সংবাদ সংস্থাকে রবার্ট বঢ়রা জানান একথা ৷

তিনি আরও বলেন, ''আমি প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত ৷ লোকের প্রয়োজনে যেভাবে ও দৌড়ে গেছে সেটা অসাধারণ ৷ তুমি যেটা করেছো সেটা ঠিক এবং লোকের বিপদে পাশে দাঁড়ানো কোনও অন্যায় নয় ৷''

ABOUT THE AUTHOR

...view details