পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

মানুষের পাশে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা সঠিক কাজ করেছে, মন্তব্য স্বামী রবার্টের

যেভাবে দৃঢ়তার সঙ্গে প্রিয়াঙ্কা বাইকে করে প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে যান সেটা প্রশংসাযোগ্য, এমনই মন্তব্য করলেন রবার্ট বঢ়রা ৷ উত্তরপ্রদেশের প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে যান প্রিয়াঙ্কা ৷ তখনই পুলিশি হেনস্থার স্বীকার হন তিনি ৷

By

Published : Dec 29, 2019, 12:55 PM IST

image
প্রিয়াঙ্কা ও রবার্ট বঢ়রা

দিল্লি, 29 ডিসেম্বর : স্ত্রী প্রিয়াঙ্কা গান্ধির প্রশংসায় পঞ্চমুখ রবার্ট বঢ়রা ৷ বাইকে করে প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা ৷ নির্যাতিতদের পাশে দাঁড়িয়েছিলেন ৷ সেটাই তো করা উচিত ৷ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে এভাবেই স্ত্রীর প্রশংসা করেন রবার্ট ৷

‘‘আমি প্রচণ্ড চিন্তিত ছিলাম যেভাবে প্রিয়াঙ্কাকে মহিলা পুলিশ দিয়ে হেনস্থা করা হয়েছে তা নিয়ে ৷ একজন তাঁর গলা টিপে ধরে, তো অন্য এক মহিলা পুলিশ তাঁকে পিছন থেকে ধাক্কা মারে ৷ এবং সে পড়েও যায় ৷ কিন্তু যেভাবে দৃঢ়তার সঙ্গে প্রিয়াঙ্কা বাইকে করে প্রাক্তন IPS অফিসার এস আর দারাপুরির বাড়িতে যান সেটা প্রশংসারযোগ্য ৷'' সংবাদ সংস্থাকে রবার্ট বঢ়রা জানান একথা ৷

তিনি আরও বলেন, ''আমি প্রিয়াঙ্কাকে নিয়ে গর্বিত ৷ লোকের প্রয়োজনে যেভাবে ও দৌড়ে গেছে সেটা অসাধারণ ৷ তুমি যেটা করেছো সেটা ঠিক এবং লোকের বিপদে পাশে দাঁড়ানো কোনও অন্যায় নয় ৷''

ABOUT THE AUTHOR

...view details