উন্নাও, 16 ফেব্রুয়ারি : উন্নাওয়ের বাঙ্গারামু এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনা ৷ দুর্ঘটনা মারা যায় সাতজন যাত্রী ৷ বাঙ্গারামু এলাকায় হরদই-উন্নাও রোডের টোল প্লাজ়ার সামনে দুর্ঘটনাটি ঘটে ৷ দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ৷ দুর্ঘটনায় আগুন ধরে যায় ভ্যানটিতে ৷
উন্নাওয়ে পথ দুর্ঘটনা, পুড়ে মৃত 7
বাঙ্গারামু এলাকায় হরদই-উন্নাও রোডের টোল প্লাজ়ার সামনে দ্রুত গতিতে আসা একটি ট্রাকের সঙ্গে একটি ছোটো গাড়ির মুখোমুখি সংঘর্ষ ঘটে ৷ দুর্ঘটনায় সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় ছোটো গাড়িটিতে ৷ ছোটো গাড়িতে থাকা সাতজন যাত্রী আগুনে পুড়ে মারা যায় ৷
ছবি
ছোটো গাড়িতে থাকা সাত যাত্রী আগুনে পুড়ে মারা যায় ৷ দুর্ঘটনাস্থানে পুলিশ ও দমকলের কর্মীরা উপস্থিত রয়েছে ৷ ঠিক কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা খতিয়ে দেখছে পুুলিশ ৷
প্রাথমিরকভাবে পুলিশের অনুমান, দ্রুত গতির কারণেই দুর্ঘটনাটি হয়েছে ৷