পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বেসরকারি ট্রেন পরিষেবা নিয়ে রেলওয়ের প্রাক্ বিড সম্মেলণ - বেসরকারি ট্রেন পরিষেবা

2022-24 অর্থবছরে ভারতীয় রেলওয়ে 12 টি বেসরকারি ট্রেনের প্রথম সেট চালু করার পরিকল্পনা করেছে। জাতীয় পরিবহনকারী সংস্থা এই কারণে গতকাল একটি প্রাক্-বিড সম্মেলন আহ্বান করেছিলেন।

train
train

By

Published : Jul 22, 2020, 1:40 AM IST

বেসরকারি ট্রেন পরিষেবা নিয়ে রেলওয়ের প্রাক্বিড সম্মেলণ

দিল্লি, 21জুলাই : ভারতীয় রেলওয়ে2023সালে12টি বেসরকারি ট্রেনের প্রথম সেট চালুকরার পরিকল্পনা করে। পরবর্তী অর্থবর্ষ অর্থাৎ2023-24বেসরকারি ট্রেনের সংখ্যা বাড়িয়েকরতে পারে45টি। সেই কারণে আজ জাতীয় পরিবহনকারী সংস্থা একটি প্রাক-বিড সম্মেলণ আহ্বান করেন । এইসম্মেলণে ছিলেন আগ্রহী বেসরকারি অনেকগুলি সংস্থা।

আজআয়োজিত এই সম্মেলণের বিষয়ে জানাতে গিয়ে এক রেল মন্ত্রকের এক কর্মকর্তা বলেন, “বর্তমানে একটি প্রাক্-বিড সম্মেলনচলছে । যেখানে আগ্রহী বেসরকারি সংস্থারা তাদের প্রশ্ন উত্থাপন করতে পারে এবং রেলমন্ত্রক আগামী দিনে তাদের কাছে এই প্রশ্নের উত্তর নিয়ে ফিরবে।ওই কর্মকর্তা আরও বলেন,এই সম্মেলনে বেসরকারি সংস্থাগুলিরেলওয়েকে কিছু পরামর্শও দিতে পারে। "

রেলমন্ত্রকের অপর এক আধিকারিক জানিয়েছেন,গতকাল সন্ধ্যা পর্যন্ত প্রায়15টি সংস্থা ২ লাখ টাকা ফি দিয়েফর্মগুলি ডাউনলোড করেছে। " তিনি আশাবাদী যে আরও অনেক বেসরকারি সংস্থা এই কাজেআগ্রহ দেখাতে পারে । জাতীয় পরিবহনকারী সংস্থা এই মাসে কিক-স্টার্টে সারা দেশজুড়ে109টটিরুটে151টিআধুনিক যাত্রীবাহী ট্রেন পরিচালনার জন্য সংস্থাগুলির কাছে প্রস্তাব রেখেছে । প্রকল্পটিতেপ্রায়30,000কোটিটাকার বেসরকারি খাতে বিনিয়োগ হবে ।

বেসরকারিট্রেনগুলি চালানোর পরিকল্পনাটি হল- (2021-23)12টি, (2023-24) 45টি,( 2024-25)50টি এবং আগামী অর্থবছর (2025-26আরও94টি। এতে2026-2027মোট বেসরকারি ট্রেনের সংখ্যাদাঁড়াবে151টি।

রিকিউয়েস্ট ফর কোয়ালিফিকেশন (RFQ)যা8জুলাই প্রবর্তিত হয়েছিল,তা নভেম্বরের মধ্যে চূড়ান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।2021সালের মার্চ মাসের মধ্যে আর্থিক বিড খোলা হবে । ওইবছরের এপ্রিলের মধ্যে দরদাতাদের নির্বাচনের পরিকল্পনা করা হয়েছে।

ABOUT THE AUTHOR

...view details