পটনা, 3 অক্টোবর : আসন্ন বিধানসভা নির্বাচনে RJD এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হতে চলেছেন তেজস্বী যাদব । আসন্ন নির্বাচনে কংগ্রেস ও বামেদের সঙ্গে যৌথ ভাবে লড়াই করবে RJD । কংগ্রেস, RJD, RLSP,VIP এবং বাম দলগুলোর সঙ্গে যৌথ ভাবে লড়াই করবে JDU এর জোট সরকারের বিরুদ্ধে ।
বিহারে RJD এর মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী - আর জে ডি
এদিন নির্বাচন কমিশনের থেকে জানানো হয় যে অক্টোবরের 28 , নভেম্বরের 3 ও নভেম্বরের 7 তারিখে বিধানসভা নির্বাচন হবে বিহারে ।
Tejwasi jadav
এদিন নির্বাচন কমিশনের থেকে জানানো হয় যে অক্টোবরের 28 , নভেম্বরের 3 ও নভেম্বরের 7 তারিখে বিধানসভা নির্বাচন হবে বিহারে । 10 নভেম্বর ভোট গণনা হবে ঘোষণা করা হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ।
উল্লেখ্য, 2015সালের বিধানসভা নির্বাচনে RJD 80টি আসনে জয় লাভ করে । সেখানে JDUএর দখলে ছিল 71টি আসন । কংগ্রেসের দখলে ছিল 27টি। অপরদিকে BJP এর দখলে ছিল 53টি আসন । শতাংশের হিসেবে এগিয়ে ছিল BJP ।