পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন রাজীব কুমার - নির্বাচন কমিশনার

নির্বাচন কমিশনার হিসেবে ৩১ অগাস্ট মেয়াদ পূর্ণ করছেন অশোক লাভাসা । তাঁর স্থলাভিষিক্ত হচ্ছেন প্রাক্তন IAS রাজীব কুমার ।

new ec rajiv kumar
নতুন নির্বাচন কমিশনার রাজীব কুমার

By

Published : Aug 22, 2020, 2:25 AM IST

দিল্লি, ২২ অগাস্ট : নতুন নির্বাচন কমিশনার হচ্ছেন অর্থ মন্ত্রকের প্রাক্তন সচিব রাজীব কুমার । চলতি সপ্তাহে নির্বাচন কমিশনারের পদ থেকে সরে দাঁড়িয়েছেন অশোক লাভাসা । তাঁর জায়গায় আসছেন রাজীব কুমার ।

ঝাড়খণ্ডের বাসিন্দা রাজীব কুমার 1984 সালে IAS হন । তিনি BSc এবং LLB পাশ করেছেন । এর পাশাপাশি পাবলিক পলিসি নিয়ে স্নাতকোত্তর পর্যায়ে পড়াশোনা করেছেন । শুক্রবার আইন ও বিচার মন্ত্রকের আইন বিভাগের তরফে এক বিবৃতিতে জানানো হয়, "ভারতীয় সংবিধানের 324 ধারার দু'নম্বর বিধি অনুসারে প্রাক্তন IAS রাজীব কুমারকে নতুন নির্বাচন কমিশনার নিযুক্ত করলেন রাষ্ট্রপতি । 31 অগাস্ট নির্বাচন কমিশনার হিসেবে মেয়াদ পূর্ণ করছেন অশোক লাভাসা । তাঁর পদত্যাগের পরে রাজীব কুমারকে নির্বাচিত করা হয় ।" 2017-র সেপ্টেম্বর থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত অর্থ মন্ত্রকের সচিব ছিলেন রাজীব কুমার । এরপর তাঁকে পাবলিক গ্রেভিয়েন্স অ্যান্ড পেনশন বিভাগের চেয়ারপার্সন হিসেবে নিযুক্ত করা হয় । নির্বাচন কমিশনারের মেয়াদ সাধারণত ছয় বছর পর্যন্ত হয় । অথবা কোনও নির্বাচন কমিশনার তাঁর 65 বছর বয়স পর্যন্ত পরিষেবা দিতে পারেন । রাজীব কুমার 1960 সালের 19 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন । বর্তমানে তাঁর বয়স 60 বছর ।

অন্যদিকে অশোক লাভাসা গত মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন । চলতি মাসের শেষে নির্বাচন কমিশনার হিসেবে তাঁর মেয়াদ পূর্ণ হচ্ছে । গত বুধবার অশোক লাভাসার পদত্যাগ পত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ । বর্তমান মুখ্য নির্বাচন কমিশনার রয়েছেন সুনিল আরোরা এবং দুজন নির্বাচন কমিশনার সুশীল চন্দ্র ও অশোক লাভাসা ।

ABOUT THE AUTHOR

...view details