দিল্লি, 9 ফেব্রুয়ারি : সরকারি চাকরি ও পদোন্নতিতে সংরক্ষণ মৌলিক অধিকার নয় ৷ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷ কোনও রাজ্যে সরকারি চাকরির পদোন্নতিতে তপসিলি জাতি বা উপজাতির ভিত্তিতে সংরক্ষণ থাকবে কি না, সেই বিষয়ে আদালত কিছু বলতে পারে না ৷ এটি গোটাটাই রাজ্যের সিদ্ধান্তের উপর নির্ভরশীল বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷
উত্তরাখণ্ডের পূর্ত দপ্তরের সহকারি সিভিল ইঞ্জিনিয়রের পদের পদোন্নতি সংক্রান্ত বিষয়ে সুপ্রিম কোর্টে আবেদন জমা পড়েছিল৷ সেই আবেদনের প্রেক্ষিতেই, সংরক্ষণ কোনও মৌলিক অধিকার নয় বলে আজ জানিয়ে দিল সুপ্রিম কোর্ট ৷