নিওয়ারি (মধ্য়প্রদেশ), 5 নভেম্বর : খোলা কুয়োয় পড়ে গেল 4 বছরের এক শিশু ৷ বুধবার ঘটনাটি ঘটেছে মধ্য়প্রদেশের পৃথ্বীপুরের সেতুপুরা গ্রামে ৷ গতকাল থেকে রাজ্য়ের বিপর্যয় মোকাবিলা দল ও সেনা যৌথভাবে শিশুটিকে উদ্ধারের চেষ্টা করছে ৷
খোলা কুয়োয় পড়ল শিশু, উদ্ধারে সেনা ও SDRF - নিওয়ারি
একটি কুয়ো লোহার পাত দিয়ে আলগাভাবে ঢেকে রাখা হয়েছিল। গতকাল চার বছরের ওই শিশু প্রহ্লাদ জমিতে খেলছিল ৷ সেই সময় কুয়োর মুখ থেকে লোহার সেই ঢাকাটি খুলে ফেলে সে এবং কুয়োয় পড়ে যায় ৷
নিওয়ারির ASP প্রতিভা ত্রিপাঠী জানান, শিশুটিকে দ্রুত উদ্ধার করা সম্ভব হবে ৷ পুলিশের তরফে পাওয়া তথ্য় অনুযায়ী, একটি কুয়ো লোহার পাত দিয়ে আলগাভাবে ঢেকে রাখা হয়েছিল। গতকাল চার বছরের ওই শিশু প্রহ্লাদ জমিতে খেলছিল ৷ সেই সময় কুয়োর মুখ থেকে লোহার সেই ঢাকাটি খুলে ফেলে সে এবং কুয়োয় পড়ে যায় ৷
এই ঘটনায় মধ্য়প্রদেশের মুখ্য়মন্ত্রী পরিবারের পাশে থেকে তাদের আশ্বস্ত করেছেন ৷ শিশুটিকে নিরাপদে বের করে আনা যাবে বলে আশা প্রকাশ করেন তিনি ৷ টুইটারে লেখেন, প্রশাসনের সঙ্গে সেনাও যৌথভাবে নিরীহ প্রহ্লাদকে উদ্ধারের কাজ করছে ৷ তিনি আশাবাদী, দ্রুত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হবে ৷ ঈশ্বর তাকে দীর্ঘায়ু দিক ৷ তার জন্য় প্রার্থনা করি ৷