দিল্লি, 8 ফেব্রুয়ারি : উত্তরাখণ্ডের ধসে দুর্গতদের সাহায্য়ে আকাশপথে পৌঁছাল ত্রাণ ৷ উদ্ধার কাজে ও ত্রাণ পৌঁছে দিতে দেরাদুন থেকে দুটি হেলিকপ্টার পাঠানো হল যোশিমঠে । দেরাদুন থেকে এমআই 17 এবং এএলএইচ বায়ুসেনার দুটি হেলিকপ্টার ত্রাণ সামগ্রী নিয়ে পাড়ি দেয় উত্তরাখন্ডের জোশিমঠের উদ্দেশে ।
গতকাল সকালে আচমকা ভেঙে পড়ে নন্দাদেবী হিমবাহ । তার জেরে প্রবল তুষারঝড়ের সৃষ্টি হয় । ওই এলাকার নদীগুলির জলস্তর বেড়ে যায় ৷ ফলে প্রবল জলোচ্ছ্বাসে ভেঙে যায় কয়েকটি বাঁধ । ক্ষতিগ্রস্ত হয় ঋষিগঙ্গা জলবিদ্যুত্ কেন্দ্র, এনটিপিসি জলবিদ্যুৎ কেন্দ্র, পাঁচটি সেতু । সেখানে কর্মরত বহু শ্রমিক নিখোঁজ । শেষ পাওয়া খবর অনুযায়ী, 14টি দেহ উদ্ধার হয়েছে ৷ এখনও নিখোঁজ 170 জন ৷