ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে কর্মী নিয়োগ করবে NHPC । মোট 86 টি পদে কর্মী নিয়োগ করা হবে । ট্রেনি ইঞ্জিনিয়ারের ক্ষেত্রে সিভিল, মেকানিকাল বিভাগের কর্মী নিয়োগ করা হবে । অন্যদিকে HR, আইন, অর্থ বিভাগে ট্রেনি অফিসার নিয়োগ করা হবে । অনলাইনের মাধ্যমে কর্মীদের নিয়োগ করা হবে ।
শূন্য আসন : মোট শূন্যপদ রয়েছে 86টি ।
- ট্রেনি সিভিল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ করা হবে 30 জনকে
- ট্রেনি মেকানিকাল পদে নিয়োগ করা হবে 21 জনকে
- ট্রেনি HR অফিসার পদে নিয়োগ করা হবে 5 জনকে
- ট্রেনি ল অফিসার পদের নিয়োগ করা হবে 8 জনকে
- ট্রেনি ফিনান্স পদের নিয়োগ করা হবে 22 জনকে
শিক্ষাগত যোগ্যতা : ট্রেনি ইঞ্জিনিয়ার পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সিভিল বা মেকানিকাল ইঞ্জিনিয়ারিং করতে হবে । B.Tech-এ নূন্যতম 60 শতাংশ থাকতে হবে ।
ট্রেনি HR অফিসার পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্টের ডিগ্রি থাকতে হবে ।
ট্রেনি ল অফিসার পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে LLB ডিগ্রি থাকতে হবে ।
ট্রেনি ফিনান্স অফিসার পদের জন্য আবেদনকারীকে স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান থেকে CA করতে হবে ।
বিস্তারিত জানতে NHPC-র অফিসিয়াল ওয়েবসাইটে (www.nhpcindia.com) নজর রাখুন ।