পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

71 হাজার টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি অমৃতসরের শিক্ষকের - বলজিন্দর সিং

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান উপলক্ষে অমৃতসরের স্কুল শিক্ষক বলজিন্দর সিং 71 হাজার টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি করলেন ৷ তিনি এই পতাকাটি জেলাতেই অনুষ্ঠিত প্রজাতন্ত্র দিবসে প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন৷

Baljinder Singh
বলজিন্দর সিং

By

Published : Jan 24, 2020, 2:07 PM IST

Updated : Jan 24, 2020, 3:05 PM IST

অমৃতসর, 24 জানুয়ারি: আর দু'দিন পরেই 71তম সাধারণতন্ত্র দিবস ৷ 1950 সালের 26 জানুয়ারি ভারত সরকার আইন বাতিল হয়ে ভারতীয় সংবিধান প্রণয়ন করা হয় ৷

প্রতি বছর দিল্লির রাজপথে অনুষ্ঠিত হয় সেনাবাহিনীর কুচকাওয়াজ ৷ এছাড়া সারা দেশজুড়েই বৈচিত্রের মধ্যে একতার প্রতীক হিসাবে পালিত হয় এই দিনটি ৷ 71তম সাধারণতন্ত্র দিবসকে বিশেষ করে তুলতে অমৃতসরের এক শিক্ষক জাতীয় পতাকা বানিয়েছেন 71 হাজার টুথপিক দিয়ে ৷ সম্পূর্ণ পতাকাটি তৈরি করতে লেগেছে মোট 40 দিন ৷

বলজিন্দর সিং টুথপিক দিয়ে জাতীয় পতাকা তৈরি করছেন ৷

অমৃতসরের একটি স্কুলের শিক্ষক বলজিন্দর সিং বলেন, ''বহুদিন ধরেই ভাবছিলাম, নতুন কিছু করতে, যা আগে কেউ করেনি ৷ আমি চেয়েছিলাম আজ পর্যন্ত তৈরি পতাকাগুলির মধ্যে এই পতাকাটি যেন সবচেয়ে বড় হয় ৷'' বলজিন্দর সিংয়ের জেলাতেই একটি সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে এই পতাকাটি প্রদর্শন করার ইচ্ছা প্রকাশ করেছেন ৷

71তম প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে আজ 4 দিনের ভারত সফরে আসছেন ব্রাজিল প্রেসিডেন্ট জইর বলসোনারো ৷ অনুষ্ঠানের পরে দু'দেশের মধ্যে বাণিজ্য এবং বিনিয়োগ নিয়ে বৈঠকও হবে ৷

প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ, প্রথমবার পুরুষবাহিনীর নেতৃত্বে এই মহিলা অফিসার

Last Updated : Jan 24, 2020, 3:05 PM IST

ABOUT THE AUTHOR

...view details