আহমেদাবাদ, 29 মে : প্রয়াত প্রখ্যাত জ্যোতিষবিদ বেজান দারুওয়ালা । দিন কয়েক আগে আহমেদাবাদের এক হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হয় । তারপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। আজ বিকেলে মৃত্যু হয় তাঁর । বয়স হয়েছিল 89 বছর ।
গতসপ্তাহে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আহমেদাবাদের এক হাসপাতালে ভরতি হন বেজান দারুওয়ালা। পরে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে নানা খবর সামনে আসে । বলা হয়, তিনি কোরোনায় আক্রান্ত । যদিও একথা অস্বীকার করেন তাঁর ছেলে নাস্তুর । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর বাবা কোরোনা আক্রান্ত নন । নিউমোনিয়া, ফুসফুসে সংক্রমণ, অক্সিজেনের অভাব-সহ একাধিক সমস্য়ায় ভুগছিলেন তিনি ।