পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

প্রয়াত প্রখ্য়াত জ্যোতিষবিদ বেজান দারুওয়ালা

আজ বিকেলে মৃত্যু হয় বেজান দারুওয়ালার । গতকাল রাতে তাঁকে ভেন্টিলেশনে দেওয়া হয়েছিল।

ছবি

By

Published : May 29, 2020, 6:33 PM IST

Updated : May 29, 2020, 7:32 PM IST

আহমেদাবাদ, 29 মে : প্রয়াত প্রখ্যাত জ্যোতিষবিদ বেজান দারুওয়ালা । দিন কয়েক আগে আহমেদাবাদের এক হাসপাতালে ভরতি হয়েছিলেন তিনি । গতকাল রাতে শারীরিক অবস্থার অবনতি হয় । তারপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। আজ বিকেলে মৃত্যু হয় তাঁর । বয়স হয়েছিল 89 বছর ।

গতসপ্তাহে শ্বাসকষ্টের সমস্যা নিয়ে আহমেদাবাদের এক হাসপাতালে ভরতি হন বেজান দারুওয়ালা। পরে তাঁর শারীরিক পরিস্থিতি নিয়ে নানা খবর সামনে আসে । বলা হয়, তিনি কোরোনায় আক্রান্ত । যদিও একথা অস্বীকার করেন তাঁর ছেলে নাস্তুর । এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, তাঁর বাবা কোরোনা আক্রান্ত নন । নিউমোনিয়া, ফুসফুসে সংক্রমণ, অক্সিজেনের অভাব-সহ একাধিক সমস্য়ায় ভুগছিলেন তিনি ।

1931 সালের 11 জুলাই জন্মগ্রহণ করেন বেজান দারুওয়ালা। গণেশা স্পিকস হরোস্কোপ ওয়েবসাইটের অন্য়তম মুখ ছিলেন তিনি । জ্যোতিষচর্চায় বিদেশেও খ্যাতি ছিল তাঁর । বিশেষ করে অ্য়ামেরিকায় খুব জনপ্রিয় ছিলেন তিনি। জ্যোতিষচর্চার ক্ষেত্রে বৈদিক জ্য়োতির্বিদ্য়া, সংখ্যাতত্ববিদ্যা-সহ পাশ্চাত্য মতে নানা জ্যোতিষ গণণা পদ্ধতির সমন্বয় ঘটিয়েছেন।

তাঁর মতে, জীবন, ভালোবাসা আর হাসি এই তিনটি বিষয়ই সুখী জীবনযাপনের চাবিকাঠি। উদয়পুরের রাজকুমার লক্ষ্যরাজ সিং মেওয়ার, মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী সুশীলকুমার সিন্দের পরামর্শদাতা ছিলেন তিনি ।

Last Updated : May 29, 2020, 7:32 PM IST

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details