পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

বিনিয়োগে ইতিহাস, 5.5 লাখ কোটি টাকায় রিলায়েন্সের শেয়ার কিনল সৌদির সংস্থা - Reliance Petrochemicals

রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল ৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷

রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷

By

Published : Aug 12, 2019, 8:21 PM IST

Updated : Aug 12, 2019, 9:16 PM IST

মুম্বই, 12 অগাস্ট : দেশের ইতিহাসে অন্যতম বড় বিনিয়োগের কথা ঘোষণা করলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি ৷ মুম্বইয়ে আয়োজিত রিলায়েন্সের বার্ষিক সম্মেলনে এই বিদেশি লগ্নির কথা ঘোষণা করেন তিনি৷ রিলায়েন্স গোষ্ঠীর অন্যতম ব্যবসা পেট্রোকেমিকেল৷ রিলায়েন্স পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থা আরামকো-কে বিক্রি করেছে রিলায়েন্স, এমনটাই আজ জানালেন মুকেশ ৷ সংস্থার 20 শতাংশ শেয়ার আরামকো-কে বিক্রি করা হয়েছে 7500 কোটি ডলারে (ভারতীয় মুদ্রায় প্রায় 5.4 লক্ষ কোটি টাকা) ৷

দ্বিতীয় NDA সরকার ক্ষমতায় আসার পর পরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বারবার বিদেশি লগ্নির কথা বলেছেন ৷ ভারতকে অন্যতম সেরা বিনিয়োগের গন্তব্য বলে উল্লেখ করেছিলেন ৷ তারপর আজ নিজেদের পেট্রোকেমিকেল ব্যবসার 20 শতাংশ শেয়ার সৌদি আরবের সংস্থাকে বিক্রি করার কথা ঘোষণা করা হল রিলায়েন্স কর্তার তরফে । 7500 কোটি ডলারের এই লগ্নি দেশের ইতিহাসে এখনও পর্যন্ত অন্যতম বড় বিদেশি বিনিয়োগ বলে দাবি করছে শিল্পমহল ।

রিলায়েন্স তাদের পেট্রোকেমিকেলের 20 শতাংশ শেয়ার সৌদি আরবের কম্পানি আরামকো-কে বিক্রি করেছে । এটি রিলায়েন্সের ইতিহাসে সবচেয়ে বড় এবং দেশের ইতিহাসে অন্যতম বিপুল বিদেশি বিনিয়োগ বলে দাবি করেন মুকেশ আম্বানি । এ ছাড়া আরামকো প্রতিদিন পাঁচ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রিলায়েন্সকে রপ্তানি করবে । মুকেশ আম্বানি বলেন, " এটি (আরামকো) বিশ্বের বৃহত্তম তৈল উৎপাদনকারী সংস্থা এবং বিশ্বের বৃহত্তম তৈল শোধনাগার এবং পেট্রোকেমিকেল কমপ্লেক্সের (রিলায়েন্স) মধ্যে উপযুক্ত মেলবন্ধন ।"

Last Updated : Aug 12, 2019, 9:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details