লখনউ, 27 জানুয়ারি : সংগঠনকে আরও মজবুত করার কাজে হাত লাগালেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা। বুধবার অমেথির জামোহতে ন্যায় পঞ্চায়েতের সদস্যদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মিলিত হন তিনি। সংগঠন জোরদার করতে ভোকাল টনিক দিলেন প্রিয়াঙ্কা। মনে করিয়ে দিলেন, অমেথির সঙ্গে তাঁদের পারিবারিক যোগ থাকার কথা।
ভার্চুয়াল বৈঠকে প্রিয়াঙ্কা ন্যায় পঞ্চায়েতের সদস্যদের বলেন, ''অমেথির সঙ্গে আমার রাজনৈতিক সম্পর্ক নয়, এই সম্পর্ক পারিবারিক।''