পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ

মাধ্যমিক থেকে স্নাতক, সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলেই থাকছে ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনের বিভিন্ন পদে চাকরি পাওয়ার সম্ভাবনা । শুধুমাত্র অনলাইনে আবেদন করতে পারবেন ।

Recruitment of West Bengal Co-operative Service Commission
ওয়েস্ট বেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশনে কর্মী নিয়োগ

By

Published : Oct 21, 2020, 7:00 AM IST

49টি শূন্যপদের জন্য চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করার কথা বলেছে ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন । মাধ্যমিক থেকে স্নাতক, সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলেই থাকছে অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ও আরও বিভিন্ন পদে চাকরি পাওয়ার সম্ভাবনা । বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে । তবে SC/ST/OBC-দের পাঁচ বছর ছাড় আছে ।

1. গ্রেড-II

শূন্যপদ- 2টি(SC-1টি, ST-1টি)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 62 হাজার 42 টাকা প্রতি মাসে

2. গ্রেড-II

শূন্যপদ- 1টি(ST-1টি)

শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্যে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 46 হাজার 672 টাকা প্রতি মাসে ।

3. অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III

শূন্যপদ- 2টি (অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্যে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 21 হাজার 842 টাকা প্রতি মাসে ।

4. অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট

শূন্যপদ- 2টি (অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্যে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 16,120 টাকা প্রতি মাসে ।

5. অ্যাসিস্ট্যান্ট/ সুপারভাইজ়ার/ ক্যাশিয়ার গ্রেড-III

শূন্যপদ- 10টি(অসংরক্ষিত-5টি, OBC-2টি, SC-2টি, ST-1টি)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 25,247 টাকা প্রতি মাসে ।

6. গ্রেড-III

শূন্যপদ- 15টি(OBC-5টি, SC-9টি, ST-1টি)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 23,256 টাকা প্রতি মাসে ।

7. সেল-কাম-জেনারেল অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ - 3টি(অসংরক্ষিত-2টি, SC-1টি)

শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক । (বাণিজ্য বিষয় থাকলে অগ্রাধিকার) সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 18,241 টাকা প্রতি মাসে ।

8. গ্রেড-III

শূন্যপদ- 11টি(অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- যে কোনও বিষয়ে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ । মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক লেভেলে নেপালি ভাষা থাকতে হবে ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 28,701 টাকা প্রতি মাসে ।

9. ফিল্ড অফিসার

শূন্যপদ- 1টি(অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- উচ্চমাধ্যমিক অথবা সমতুল্য । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 11,065 টাকা প্রতি মাসে ।

10. অফিস অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ- 1টি(অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 19,500 টাকা প্রতি মাসে ।

11. অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ-C পোস্ট

শূন্যপদ- 1টি(অসংরক্ষিত)

শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক অথবা সমতুল্য সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।

বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।

বেতন কাঠামো : 19,500 টাকা প্রতি মাসে ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া : অনলাইন পরীক্ষা, ইন্টারভিউ এবং কম্পিউটারের প্র্যাক্টিক্যাল পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী বাছাই করা হবে ।

আবেদনের প্রক্রিয়া : আগ্রহী প্রার্থীরা http://www.webcsc.org ওয়েবসাইটে আবেদন করুন ।

আবেদনপত্র গ্রহণের শেষ দিন : 30.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details