49টি শূন্যপদের জন্য চাকরিপ্রার্থীদের শুধুমাত্র অনলাইনে আবেদন করার কথা বলেছে ওয়েস্টবেঙ্গল কো-অপারেটিভ সার্ভিস কমিশন । মাধ্যমিক থেকে স্নাতক, সঙ্গে কম্পিউটারের নলেজ থাকলেই থাকছে অফিস অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট ও আরও বিভিন্ন পদে চাকরি পাওয়ার সম্ভাবনা । বয়স অবশ্যই হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে । তবে SC/ST/OBC-দের পাঁচ বছর ছাড় আছে ।
1. গ্রেড-II
শূন্যপদ- 2টি(SC-1টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।
বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।
বেতন কাঠামো : 62 হাজার 42 টাকা প্রতি মাসে
2. গ্রেড-II
শূন্যপদ- 1টি(ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্যে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।
বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।
বেতন কাঠামো : 46 হাজার 672 টাকা প্রতি মাসে ।
3. অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড-III
শূন্যপদ- 2টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্যে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।
বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।
বেতন কাঠামো : 21 হাজার 842 টাকা প্রতি মাসে ।
4. অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট
শূন্যপদ- 2টি (অসংরক্ষিত)
শিক্ষাগত যোগ্যতা- বাণিজ্যে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।
বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।
বেতন কাঠামো : 16,120 টাকা প্রতি মাসে ।
5. অ্যাসিস্ট্যান্ট/ সুপারভাইজ়ার/ ক্যাশিয়ার গ্রেড-III
শূন্যপদ- 10টি(অসংরক্ষিত-5টি, OBC-2টি, SC-2টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।
বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।
বেতন কাঠামো : 25,247 টাকা প্রতি মাসে ।
6. গ্রেড-III
শূন্যপদ- 15টি(OBC-5টি, SC-9টি, ST-1টি)
শিক্ষাগত যোগ্যতা- যেকোনও বিষয়ে স্নাতক । সঙ্গে বেসিক কম্পিউটারের নলেজ ।
বয়সসীমা : 01.01.2020 পর্যন্ত আবেদনকারীর সর্বোচ্চ বয়স 40 ও সর্বনিম্ন বয়স 18 হতে হবে ।