দেশজুড়ে বিভিন্ন ব্যাঙ্কে 1557টি শূন্যপদে ক্লার্ক নিয়োগ হবে ৷ পশ্চিমবঙ্গে শূন্যপদ 125টি ৷ নিয়োগের জন্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে ৷ ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (IBPS)-এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে ৷ অফিশিয়াল ওয়েবসাইটটি হল www.ibps.in ৷
বিভিন্ন ব্যাঙ্কে ক্লার্ক নিয়োগ-
- শূন্যপদ- 1557
- বেতন-- 15,000-30,000
শিক্ষাগত যোগ্যতা-
1. যেকোনও অনুমোদনপ্রাপ্ত বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েট বা সমতুল যোগ্যতা ।
2. কম্পিউটার শিক্ষা - কম্পিউটার অপারেশন ও ল্যাঙ্গুয়েজে প্রার্থীর জ্ঞান থাকা আবশ্যিক ৷ এই নিয়ে সার্টিফিকেট বা ডিপ্লোমা কিংবা ডিগ্রি থাকতে হবে ৷ হাইস্কুল, কলেজ কিংবা ইনস্টিটিউটে কম্পিউটার বা ইনফরমেশন টেকনোলজি বিষয় ছিল, এমন প্রার্থী শুধু আবেদন করতে পারবেন ৷
3. যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে চাকরির জন্য প্রা2র্থী অগ্রাধিকার দেবেন, সেখানকার মাতৃভাষা লিখতে-পড়তে এবং বলতে পারতে হবে ৷
বয়সসীমা- 1 সেপ্টেম্বর, 2020-তে প্রার্থীর বয়স সর্বনিম্ন 20 বছর এবং সর্বোচ্চ 28 বছর হতে হবে ৷
বয়সে ছাড়- SC ও ST প্রার্থীরা সর্বোচ্চ বয়মসীমায় 5 বছর ছাড় পাবেন ৷ OBC প্রার্থীরা ছাড় পাবেন 3 বছর ৷ আর PWD ক্যাটেগরির প্রার্থীরা 10 বছর ছাড় পাবেন ৷ প্রাক্তন কর্মী ও অন্যরা সরকারি নিয়ম অনুযায়ী ছাড় পাবেন ৷
যেসব ব্যাঙ্কে শূন্যপদ রয়েছে- ব্যাঙ্ক অফ বরোদা, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক, UCO ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, পঞ্জাব অ্যান্ড সিন্দ ব্যাঙ্ক, ইন্ডিয়ান ব্যাঙ্ক
রাজ্যওয়াড়ি শূন্যপদ-
1. অন্ধ্রপ্রদেশ-10
2. অরুণাচল প্রদেশ-01
3. অসম-16
4. বিহার-76
5. চণ্ডীগড়-06
6. ছত্তিশগড়-07
7. দাদরা ও নগর হাভেলি এবং দমন ও দিউ-04
8. দিল্লি-67
9. গোয়া-17
10. গুজরাত-119
11. হরিয়ানা- 35
12. হিমাচলপ্রদেশ-40
13. জম্মু ও কাশ্মীর-05
14. ঝাড়খণ্ড-55