পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / bharat

RITES লিমিটেডে নিয়োগ হবে 170 ইঞ্জিনিয়র - ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং

রেল মন্ত্রকের অধীনস্থ সংস্থা RITES 170টি ইঞ্জিনিয়র পদে অনলাইন আবেদনের বিজ্ঞপ্তি জারি করেছে । আবেদনের শেষ তারিখ 26 নভেম্বর ।

Recruitment of 170 Engineers in RITES Limited
RITES লিমিটেডে 170টি ইঞ্জিনিয়ার পদে নিয়োগ

By

Published : Nov 11, 2020, 7:01 AM IST

170টি ইঞ্জিনিয়র(সিভিল/ইলেকট্রিকাল/মেকানিকাল) পদে নিয়োগ করতে চলেছে RITES লিমিটেড । প্রাথমিকভাবে চুক্তি ভিক্তিতে একবছরের জন্য নিয়োগ করা হবে । পরে কাজের গুণমানের উপর চুক্তি বাড়ানো হতে পারে । আগ্রহী ও যোগ্য প্রার্থীরা RITES লিমিটেডের অফিশিয়াল ওয়েবসাইট http://www.rites.com-এই আবেদন করতে পারবেন ।

1. ইঞ্জিনিয়র (সিভিল)

শূন্যপদ : 50টি

শিক্ষাগত যোগ্যতা : সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech/B.Sc. ।

অভিজ্ঞতা : ন্যূনতম দু'বছর ।

বয়সসীমা : 01.11.2020 পর্যন্ত সর্বোচ্চ 40 বছর ।

বেতন কাঠামো : 19,860 টাকা প্রতি মাসে ।

2. ইঞ্জিনিয়র (ইলেকট্রিকাল)

শূন্যপদ : 30টি

শিক্ষাগত যোগ্যতা : ইলেকট্রিকাল/ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech/B.Sc. ।

অভিজ্ঞতা : ন্যূনতম দু'বছর ।

বয়সসীমা : 01.11.2020 পর্যন্ত সর্বোচ্চ 40 বছর ।

বেতন কাঠামো : 19,860 টাকা প্রতি মাসে ।

3. ইঞ্জিনিয়র (মেকানিকাল)

শূন্যপদ : 30টি

শিক্ষাগত যোগ্যতা : মেকানিকাল/প্রোডাকশন/ইন্ডাস্ট্রিয়াল/অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে B.E./B.Tech/B.Sc. ।

অভিজ্ঞতা : ন্যূনতম দু'বছর ।

বয়সসীমা : 01.11.2020 পর্যন্ত সর্বোচ্চ 40 বছর ।

বেতন কাঠামো : 19,860 টাকা প্রতি মাসে ।

স্নাতক স্তরে প্রার্থীর 60 শতাংশ নম্বর থাকতে হবে । SC/ST/OBC(NCL)/PWD-এর ক্ষেত্রে 50 শতাংশ । সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে । আবেদন ফি 600 টাকা । EWS/SC/ST/PWD প্রার্থীদের জন্য আবেদন ফি 300 টাকা ।

প্রার্থী বাছাই প্রক্রিয়া : লিখিত পরীক্ষা, ইন্টারভিউ এবং নথি যাচাইয়ের পর সংশ্লিষ্ট পদে নিয়োগ করা হবে ।

গুরুত্বপূর্ণ তারিখ :

আবেদনের শেষ তারিখ : 26.11.2020

চাকরির খবরটুকু শুধুমাত্র দেয় ETV ভারত বাংলা । এর বেশি কিছু নয় । প্রার্থীদের কাছে অনুরোধ, বিস্তারিত তথ্য জানতে পরীক্ষা সংক্রান্ত আসল সরকারি বিজ্ঞপ্তিটি অনুসরণ করুন ।

ABOUT THE AUTHOR

...view details